নয়াদিল্লি, 26 জুলাই: এশিয়ান গেমসে খেলবে ভারতের জাতীয় ফুটবল দল ৷ তবে, শুধু ছেলেরা নয় ৷ মেয়েদের ফুটবল দলও একইসঙ্গে আসন্ন এশিয়াডে অংশ নিতে পারবে ৷ বুধবার টুইটে এ কথা জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি জানিয়েছেন, ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের সুবিধার্থে নিয়মে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে নিয়মের কারণে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল এতদিন এশিয়ান গেমসে অংশ নিতে পারেনি ৷ আর এই নিয়ম শিথিল করার অন্যতম কারণ ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর ৷
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এ দিন একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ভারতীয় ফুটবল অনুরাগীদের জন্য সুখবর ! আমাদের জাতীয় ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে ৷ ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক উভয় দলের অংশগ্রহণের সুবিধার্থে নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে বিদ্যমান মানদণ্ডগুলির জন্য এতদিন তারা যোগ্যতা অর্জন করতে পারেনি ৷’’