পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Indian Football Team in Asian Games: নিয়ম শিথিল করে সুনীলদের এশিয়াডে যাওয়ার ছাড়পত্র দিল ক্রীড়ামন্ত্রক - Anurag Thakur

National Football Team will Participate in Asian Games: কোচ ইগর স্টিমাচ আবেদন করেছিলেন ভারত সরকারের কাছে ৷ তাঁর আবেদনের পাশাপাশি, ভারতীয় ফুটবলের সাম্প্রতিক পারফর্ম্যান্সের জোরে ক্রীড়া মন্ত্রক এশিয়ান গেমসে অংশ নেওয়ার ক্ষেত্রে নিয়মে শিথিলতা আনছে ৷ তাই আসন্ন এশিয়ান গেমসে এবার অংশ নিতে পারবে ভারতীয় ফুটবল দল ৷

Indian Football Team in Asian Games ETV BHARAT
Indian Football Team in Asian Games

By

Published : Jul 26, 2023, 6:51 PM IST

Updated : Jul 26, 2023, 7:27 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই: এশিয়ান গেমসে খেলবে ভারতের জাতীয় ফুটবল দল ৷ তবে, শুধু ছেলেরা নয় ৷ মেয়েদের ফুটবল দলও একইসঙ্গে আসন্ন এশিয়াডে অংশ নিতে পারবে ৷ বুধবার টুইটে এ কথা জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তিনি জানিয়েছেন, ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের সুবিধার্থে নিয়মে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে নিয়মের কারণে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দল এতদিন এশিয়ান গেমসে অংশ নিতে পারেনি ৷ আর এই নিয়ম শিথিল করার অন্যতম কারণ ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর ৷

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এ দিন একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ভারতীয় ফুটবল অনুরাগীদের জন্য সুখবর ! আমাদের জাতীয় ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে ৷ ভারত সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক উভয় দলের অংশগ্রহণের সুবিধার্থে নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ৷ যে বিদ্যমান মানদণ্ডগুলির জন্য এতদিন তারা যোগ্যতা অর্জন করতে পারেনি ৷’’

এই সিদ্ধান্ত বদলের কারণ হিসেবে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘‘সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্সের কথা মাথায় রেখে মন্ত্রক নিয়ম শিথিলকরণের সিদ্ধান্ত নিয়েছে ৷ আমি নিশ্চিত দুই দলই এশিয়ান গেমসে তাঁদের সেরাটা দেবে এবং আমাদের দেশকে গর্বিত করবে ৷’’ উল্লেখ্য, গত 17 জুলাই ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে উল্লেখ করে টুইটারে তিন পাতার একটি চিঠি লিখেছিলেন ৷ সেখানে তিনি আবেদন জানিয়েছিলেন, ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক ৷

আরও পড়ুন:'তেরঙার সম্মানে লড়ব', এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করতে চেয়ে মোদির দ্বারস্থ ইগর স্টিম্যাচ

সেই আবেদন ইগর স্টিম্যাচ বলেছিলেন, ‘‘আমরা রাষ্ট্রের গর্ব এবং তেরঙার সম্মানার্থে লড়াই করব !’’ তাঁর আবেদনে হোক বা স্টিম্যাচের সেই পোস্টে অসংখ্য ফুটবল প্রেমী ভারতীয় আবেদনে, ভারত সরকার তথা ক্রীড়ামন্ত্রক তাঁদের কঠোর নিয়মে অবশেষে শিথিলতা আনছে ৷ ফলে এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল অংশ নিতে চলেছে ৷

Last Updated : Jul 26, 2023, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details