হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: এশিয়াডের অষ্টমদিনে ভারতের ঘরে এল দ্বিতীয় সোনা ৷ রোহন বোপান্না-রুতুজা ভোসলে জুটি টেনিস মিক্সড ডাবলসে সোনা দেওয়ার পর পোডিয়াম শীর্ষে ফিনিশ করল পুরুষদের স্কোয়াশ দল ৷ স্বর্ণপদক ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল পুরুষ দল ৷ 2014 ইঞ্চেয়ন এশিয়াডের পর ফের দলগত বিভাগে দেশকে সোনা এনে দিলেন অভয় সিং-সৌরভ ঘোষালরা ৷
স্কোয়াশ দলের বাকি দুই সদস্য মহেশ মানগাওঁকর এবং হরিন্দর সান্ধু ৷ বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে আগামী 14 অক্টোবর মুখোমুখি হচ্ছে যুযুধান দুই প্রতিপক্ষ ৷ তার আগে শনিবার ভারত-পাকিস্তান রুদ্ধশ্বাস স্কোয়াশ ম্যাচের সাক্ষী থাকল হ্যাংঝাউ এশিয়ান গেমস ৷ পুল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 1-2 ব্য়বধানে হারতে হয়েছিল ভারতীয় দলকে ৷ সেক্ষেত্রে বদলার ম্যাচ জিতে সোনার পদক গলায় ঝোলাল ভারতীয় পুরুষ স্কোয়াশ দল ৷
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের পক্ষে ম্য়াচের ফল 2-1 ৷ পিছিয়ে পড়া ম্যাচে নির্ণায়ক গেমে 3-2 ব্যবধানে জয় এনে দিয়ে ভারতের সোনা জয়ের নায়ক চেন্নাইয়ের অভয় সিং ৷ নূর জামানের বিরুদ্ধে জোড়া ম্যাচে পয়েন্ট বাঁচিয়ে শেষ হাসি হাসেন তিনি ৷ তবে পিছিয়ে পড়ে প্রত্যাঘাত হেনে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন সৌরভ ঘোষাল ৷ মহম্মদ আসিমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন কলকাতার ছেলে ৷