বার্মিংহ্যাম, 9 অগস্ট: একচল্লিশ বছরের আগল ভেঙে গতবছর টোকিয়ো অলিম্পিক্সে ধরা দিয়েছিল পদক ৷ হকি অনুরাগীরা প্রত্যাশা করেছিলেন এবার হয়তো কমনওয়েলথ গেমসে সোনাজয়ের খরা কাটবে ৷ কিন্তু সেই প্রত্যাশায় সিলমোহর পড়ল কই ? টোকিয়ো অলিম্পিক্সে রানার-আপ অস্ট্রেলিয়ার কাছে হেরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে রুপো নিয়েই ফিরছে মনপ্রীত সিং অ্যান্ড কোং (Indian men's hockey team wins silver at CWG 2022) ৷ তবে গেমসের শেষদিনে হকি অনুরাগীদের হতাশ করল শ্রীজেশদের অসহায় আত্মসমর্পণ ৷ ভারতকে 7-0 গোলে চূর্ণ করে গেমসে সোনার পদক ধরে রাখল অজিরা ৷
চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল জ্যাকব অ্যান্ডারসন এবং ন্যাথান এফরাউমসের ৷ বাকি গোলগুলি টম উইকহ্যাম, ব্লেক গোভারস এবং ফ্লিন অগিলভি-র ৷ ম্যাচের 9 মিনিটে এদিন গোলের খাতা খোলে অজিরা ৷ 46 মিনিট পর্যন্ত ভারতীয় রক্ষণকে নিয়ে কার্যত ছেলেখেলা করে তারা ৷ দ্বিতীয় কোয়ার্টারে কাঁধের চোটে অধিনায়ক মনপ্রীতের মাঠ ছাড়লে আরও বড়সড় ধাক্কা নেমে আসে ভারতীয় শিবিরে ৷