বার্মিংহাম, 1 অগস্ট: কমনওয়েলথ গেমসে (CWG 2022) হকিতে মহিলাদের পর পুরুষদের দাপট ৷ গ্রুপ বি-র প্রথম ম্যাচে দুর্বল ঘানাকে 11-0 গোলে হারাল ভারতীয় হকিদল (Indian Men Hockey Team Win Over Ghana 11-0 in Pool B Match of Commonwealth Games 2022) ৷ ঘনঘন আক্রমণে উঠে ঘানার রক্ষণ ভাগকে তছনছ করে দেন মনপ্রীত সিংরা ৷ এ দিন ভারতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেন সহ-অধিনায়ক হরমনপ্রীত সিং ৷ ম্যাচের 11, 35 ও 53 মিনিটে গোল করেন তিনি ৷
ভারতের হয়ে ম্যাচের 2 মিনিটে প্রথম গোল করেন অভিষেক ৷ বাকি গোলগুলি করেন সামশের সিং 14 মিনিটে, আকাশদ্বীপ সিং 20 মিনিটে, যুগরাজ সিং 22 ও 43 মিনিটে, নীলকান্ত শর্মা 38 মিনিটে, বরুণ কুমার 39 মিনিটে এবং মনদ্বীপ সিং 48 মিনিটে ৷ মোটের উপর এক তরফাভাবে এ দিনের ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারতীয় পুরুষ হকিদল ৷