পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: কমনওয়েলথ হকি ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া, সেমিতে প্রোটিয়াদের 3-2 গোলে হারালেন মনপ্রীতরা - বার্মিংহ্যাম কমনওয়েলথ

কমনওয়েলথে হকির ফাইনালে প্রবেশ করেছে ভারতীয় দল (Indian Men Hockey Team Reach Final of CWG 2022) ৷ সেই সঙ্গে পদকও নিশ্চিত করে ফেলেছেন মনপ্রীত সিংরা ৷ সোমবার কমনওয়েলথের শেষদিনে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ৷

Indian Men Hockey Team Reach Final of CWG 2022
Indian Men Hockey Team Reach Final of CWG 2022

By

Published : Aug 7, 2022, 11:00 AM IST

বার্মিংহ্যাম, 7 অগস্ট: বার্মিংহ্যাম কমনওয়েলথে ভারতীয় খেলোয়াড়দের জয়জয়কার ৷ সেই তালিকায় আরও একটি পালক জুড়তে চলেছে ৷ পুরুষদের হকিতে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল ৷ 3-2 গোলে কঠিন লড়াইয়ে সেমি-ফাইনালে জিতেছেন মনপ্রীত সিংরা (Indian Men Hockey Team Reach Final of CWG 2022) ৷ এ দিন ভারতের হয়ে তিনটি গোল করেছেন অভিষেক, মনদীপ সিং এবং যুগরাজ সিং ৷

সোমবার ফাইনালে সোনার জেতার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল ৷ এ দিন ম্যাচের দ্বিতীয় হাফে অর্থাৎ, 20 মিনিটে ভারতের এবং ম্যাচের প্রথম গোল করেন অভিষেক ৷ এর 8 মিনিটের ব্যবধানে ভারত 2-0 গোলে এগিয়ে দেন মনদীপ সিং ৷ তবে, ঠিক 5 মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় হাফে প্রথম গোলটি করেন দক্ষিণ আফ্রিকার রেয়ান জুলিয়াস ৷ এর পর দীর্ঘ 25 মিনিটে টানটান লড়াই হয় দুই দলের ৷

শেষ 3 মিনিটে ফের গোল হয় ম্যাচে ৷ এ বার ভারতকে 3-1 লিডে জয় প্রায় নিশ্চিত করে দেন যুগরাজ সিং ৷ 58 মিনিটে তিনি ভারতের হয়ে তৃতীয় গোল করেন ৷ তবে, এক মিনিটের মধ্যে দক্ষিণ আফ্রিকা মুস্তাফা কাসেমির গোলে কিছুটা হলেও লড়াইয়ে ফেরে ৷ তবে, 60 মিনিটের বাঁশি বাজতেই ভারত তার পদক নিশ্চিত করে ফেলে ৷

আরও পড়ুন:কমনওয়েলথে কুস্তিতে সোনা নবীনের, সোনা জয় প্যারাঅলিম্পিয়ান প্যাডলার ভাবিনা প্যাটেলেরও

তবে, এ দিন বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছেন ভারতীয় খেলোয়াড়রা ৷ দ্বিতীয় হাফের শেষের দিকে অধিনায়ক মনপ্রীতের বাড়ানো বল গোলে ঠেলতে ব্যর্থ হন অভিষেক ৷ প্রোটিয়াদের ডি-বক্সের ভিতরে ওয়ান-টু-ওয়ানে সহজ দু’টি সুযোগ নষ্ট করেন আকাশদীপ সিংও ৷ পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ হারান হরমনপ্রীত সিং ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সোমবার ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে নামবে ভারত ৷ এ দিন ইংল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছয় অজিরা ৷

ABOUT THE AUTHOR

...view details