পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাইরন্স কাপ দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি - Cairns Cup Chess tournament

নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মাত্র হাফ পয়েন্টে হারান হাম্পি ৷

image
কোনিরু হাম্পি

By

Published : Feb 17, 2020, 5:20 PM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি : কাইরন্স কাপ দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা দাবাড়ু কোনেরু হাম্পি ৷ একইসঙ্গে বিশ্ব ব়্যাপিড চ্যাম্পিয়নও তিনি ৷ মোট 9 রাউন্ডে 6 পয়েন্ট তুলে চ্যাম্পিয়ন হন ৷

কাইরন্স কাপের দ্বিতীয় সংস্করণে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মাত্র হাফ পয়েন্টে হারান তিনি ৷ গতবারের চ্যাম্পিয়ন জু ওয়েংজুন দ্বিতীয় স্থানে শেষ করেন ৷ রাশিয়ান দাবাড়ু আলেক্সজান্ডার কোস্টিনুইয়ক 5 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন ৷

2019 সালে মহিলা বিশ্ব ব়্যাপিড চেস চ্যাম্পিয়ন হন তিনি ৷ ফাইনালে তিনি হারান চিনের লেই ইয়াঞ্জিকে ৷

ABOUT THE AUTHOR

...view details