বুদাপেস্ট, 28 অগস্ট: ভারতকে ফের স্বর্ণপদক এনে দিলেন 'সোনার ছেলে' ৷ অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ৷ ফের এক নয়া মুকুট উঠল নীরজ চোপড়ার মাথায় ৷ সেইসঙ্গে আরও এক ইতিহাস গড়লেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।
রবিবার বুদাপেস্টে আরও একটি সোনা জয়ের অপেক্ষা করছিল গোটা ভারত ৷ নিরাশ করলেন না সোনার ছেলে ৷ ফাইনালে 88.17 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। তাতেই সোনা এল ভারতের ঝুলিতে ৷ অলিম্পিয়ান পদকজয়ী প্রথম থ্রো-তে অবশ্য ফাউল করেছিলেন। তবে দ্বিতীয় থ্রো-টি ছিল ফাইনালের সেরা। 88.17 মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। আর কোনও জ্যাভলিন থ্রোয়ার এই দূরত্ব টপকাতে পারেননি। সেই থ্রোয়ের পর নীরজ নিজেও বুঝতে পেরেছিলেন সেরাটা দেওয়া হয়ে গিয়েছে ৷
তৃতীয়বার নীরজ চোপড়া 86.32 মিটার পার করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার 85.79 মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ প্রচেষ্টায় 87.15 মিটার ছোড়েন আরশাদ। চতুর্থ প্রচেষ্টায় 84.64 মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় 87.73 মিটার জ্যাভলিন ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় 83.98 মিটার ছুড়লেন নীরজ। দ্বিতীয় হলেন পাকিস্তানের আরশাদ। 87.82 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জেতেন পাকিস্তানের আরসাদ নাদিম।
রবিবার 'সোনার ছেলে' নতুন নজির ছুঁয়ে বললেন, "সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটাও জিতলাম।" এরপর তিনি জানান, এখানেই 90 মিটারের গণ্ডি পার করে ফেলবেন বলে আশা করেছিলেন নীরজ। এবার সেটা না-হলেও আগামিদিনে স্বপ্নের 90 মিটারের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ার জন্য আরও পরিশ্রম করবেন। সেইসঙ্গে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে নীরজ বলেন, 'সবকিছু করতে পারি আমরা।' তাই অলিম্পিকের মতো এবারও নীরজ যেন অপ্রতিরোধ্য! আরও একবার দেশকে গর্বিত করলেন ভারতের সোনার ছেলে। ধারাবাহিকতা মেনে 2021-এ অলিম্পিক্সে সোনা জয় ৷ এরপর 2022-এ ডায়মন্ড লিগে সোনা জয় ৷ আর 2023-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের সোনা ৷
- নীরজ চোপড়ার নজির
1. অলিম্পিক্সে সোনার পদক।