চেন্নাই, 27 মে : নক-আউটে জায়গা করে নেওয়ার পথে প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে তাঁর মগজাস্ত্রের কাছে হার মেনেছিলেন বিশ্বের পয়লা নম্বর ম্যাগনাস কার্লসেন ৷ স্বল্পদিনের ব্যবধানে দ্বিতীয়বার কার্লসেনকে হারানোর পর চেজেবল মাস্টার্সের ফাইনালেও জায়গা করে নিয়েছিল রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ কিন্তু ফাইনালে শেষরক্ষা হল না ৷ বিশ্বের দু'নম্বর ডিং লিরেন-এর কাছে টাই-ব্রেকারে হেরে খেতাব জয় অধরা রইল দেশের খুদে গ্র্যান্ডমাস্টারের (Indian GM Praggnanandhaa loses to Ding Liren in Chessable Masters final) ৷
প্রথম গেমে হেরে পিছিয়ে পড়লেও অনলাইন প্রতিযোগিতার ফাইনালে এদিন দ্বিতীয় গেম জিতে প্রত্যাবর্তন করে প্রজ্ঞানন্দ ৷ 1.5-2.5 ব্যবধানে প্রথম গেম হারের পর দ্বিতীয় গেমও একই ব্যবধানে জিতে ম্যাচ টাই-ব্রেকারে নিয়ে যায় প্রজ্ঞানন্দ ৷ সেখানে প্রথম গেম নিষ্ফলা থাকলেও দ্বিতীয় গেমে 29 বছরের লিরেনের অভিজ্ঞতার কাছে হারতে হয় প্রজ্ঞানন্দকে ৷