হ্যাংঝাউ, 19 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের প্রথম ম্যাচে চিনের কাছে 1-5 গোলে হারলেন সুনীল ছেত্রীরা। রাহুল কেপি'র দুরন্ত গোলে বিরতির আগেই চিনের বিরুদ্ধে সমতায় ফিরেছিল ভারত। হ্যাংঝাউ এশিয়ান গেমসের প্রথম ম্যাচে প্রথমার্ধে দুরন্ত লড়াই 'মেন ইন ব্লু'য়ের। ব্যস ওই পর্যন্তই। প্রথম ম্যাচে ইগর স্টিম্যাচের ছেলেরা চিনের বিরুদ্ধে নেমেছিল। কার্যত প্রস্তুতি ছাড়াই চিনের মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামা যে শুধুমাত্র আবেগ দিয়ে হয় না, তা খেলা যত এগিয়েছে তা বোঝা গিয়েছে। আশা জাগিয়ে শুরু করে পাঁচ গোলের লজ্জায় ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমসে যাত্রা শুরু করল।
চিনে যাওয়ার আগে দল গঠন নিয়ে টালবাহানা ৷ প্রস্তুতির অভাব নিয়ে সরব হয়েছিলেন স্টিম্যাচ। তাঁর অনুমান যে ভুল ছিল না, তা এদিন স্কোরবোর্ডে প্রমাণিত। ইঙ্গিত ছিল সুনীল ছেত্রীর মতো সিনিয়রকে বাইরে রেখেই দল নামানো হবে। কিন্তু এশিয়ান গেমসের মতো মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগে সুনীল অপেক্ষা করতে রাজি হননি। সিনিয়র হিসেবে অধিনায়ক সুনীল এবং সন্দেশ ঝিঙ্গানকে রেখেই দল নামিয়ে ছিলেন স্টিম্যাচ। প্রথমার্ধে 17 মিনিটে তিয়ানি গাও গোল করে এগিয়ে দেন চিনকে।