পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: সাইক্লিংয়ে কোয়ার্টার-ফাইনালে বেকহ্যাম, ছিটকে গেলেন রোনাল্ডো - Manika Batra

Manika Batra-Sathiyan Gnanasekaran in Mixed TT Round-16 in 19th Asian Games: সাইকেলিংয়ে ভারতীয় ক্রীড়াবিদ ডেভিড বেকহ্যাম এলকাতোহচুঙ্গো পুরুষদের স্প্রিন্ট বিভাগে কোয়ার্টার-ফাইনালে উঠলেন ৷ কাজাখাস্তানের সের্গেই পোনোমারিভ এবং আন্দ্রে কাজচুগেকে পিছনে ফেলে শেষ আটে উঠেছেন তিনি ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 9:58 PM IST

হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: ডেভিড বেকহ্যাম এলকাতোহচুঙ্গো ৷ বুধবার এশিয়াডে সাইকেলিংয়ে ভারতীয় এই ক্রীড়াবিদ পুরুষদের স্প্রিন্ট বিভাগে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করলেন ৷ সিএসসি ভেলডরোমের কঠিন ট্র্যাকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজাখাস্তানের সের্গেই পোনোমারিভ এবং আন্দ্রে কাজচুগেকে পিছনে ফেলে শেষ আটে কোয়ালিফাই করেন ৷ ফাইনাল রাউন্ডে এই দুই প্রতিপক্ষকে পিছনে ফেলে দেন ভারতের ডেভিড বেকহ্যাম ৷ ফাইনাল হিটের আগে ডেভিড, সের্জেই পোনোমারিভকে মাত্র 0.188 সেকেন্ডের ব্যবধানে পিছনে ফেলে দেন ৷

আরেক সাইকেলিস্ট রোনাল্ডো সিং লাইতোংজাম রেপেচেজ রাউন্ডের শেষ ষোলোর রেসে নেমে ব্যর্থ হন ৷ তিনিও কোয়ার্টার-ফাইনালে কোয়ালিফাই করার লক্ষ্যে নেমেছিলেন ৷ এ দিন ডেভিড বেকহ্যাম এবং রোনাল্ডো সিং অষ্টম ও ত্রয়োদশ পজিশনে শেষ করেন ৷ অন্যদিকে, মহিলাদের কেইরিন রাউন্ডে ভারতের শশীকলা আগাসে কোয়ার্টার-ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেন ৷ ফলে তিনিও সেমি-ফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছেন ৷ আরেক মহিলা প্রতিযোগী ত্রিয়াসা পাল অন্য একটি বিভাগে তৃতীয় স্থানে শেষ করে অল্পের জন্য ফাইনালে উঠতে পারেননি ৷

আরও পড়ুন:এশিয়াডের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 13 গোল দিল ভারতের মহিলা হকি দল

এশিয়াডে টেবিল টেনিসের মিক্সড বিভাগে মণিকা বত্রা এবং সাইথিয়ান শেষ ষোলোয় কোয়ালিফাই করে গিয়েছেন ৷ তাঁরা থাইল্যান্ডের সোয়েটিং এবং থাইকম এন-কে হারিয়ে শেষ ষোলো রাউন্ডে উঠেছেন ৷ অশ্বারোহণে ড্রেসেজ ইভেন্টে সোনা জয়ের পর, ব্যক্তিগত ইভেন্টে অনুষ আগারওয়াল্লা এবং হৃদয় ছেডা ফাইনালে উঠেছেন ৷ মেয়েদের 50 কেজির বাউটে নিখাত জারিন কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ৷ একপেশে ম্যাচে দক্ষিণ কোরিয়ার সি কমকে 5-0 পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে গেলেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী বক্সার ৷ মহিলাদের সান্ডা ফাইনালে উঠেছেন ভারতের নাওরেম রশ্মীনিবাই দেবী ৷ তিনি ভিয়েতনামের প্রতিপক্ষকে হারিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details