বার্মিংহ্যাম, 7 অগস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত ৷ নবমদিনে রবি কুমার ধাইয়া এবং ভিনেশ ফোগতের পর আরও দু’টি সোনা জিতলেন ভারতীয় খেলোয়াড়রা ৷ কুস্তিতে পুরুষদের 74 কেজি ফ্রি স্টাইলে সোনা জিতেছেন নবীন ৷ কমনওয়েলথে নবম দিনের চতুর্থ সোনাটি জিতেছেন প্যারাঅলিম্পিকে রুপো জয়ী প্যাডলার ভাবিনা প্যাটেল ৷ মহিলাদের সিঙ্গলস ফাইনালে 3-5 স্কোরে ম্যাচ জিতে তিনি সোনা নিশ্চিত করেন ৷ নবমদিনের শেষে ভারতের পদক তালিকায় রয়েছে মোট 13টি সোনা (Indian Athletics and Players Win Four Gold Medal in Day Nine of CWG 2022) ৷
তবে, শুধু সোনার হিসাব করলেই হবে না ৷ নবমদিনে পুরুষদের লন বোলে দলগত ইভেন্টে রুপো জিতেছে ভারত ৷ অবিনাশ সাভলে পুরুষদের 3 হাজার মিটার স্টিপেল চেজে রুপো জিতেছেন ৷ এটি ভারতের গতকালের 3 নম্বর রুপো ছিল ৷ এখনও পর্যন্ত ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা মোট 11টি রুপো জিতেছে ৷
বার্মিংহ্যাম কমনওয়েলথে রবিবার ভারতীয় অ্যাথলিট এবং খেলোয়াড়রা ব্রোঞ্জ জয়েও পিছিয়ে নেই ৷ এদিন ভারতের ঝুলিতে মোট 6টি ব্রোঞ্জ পদক এসেছে ৷ মহিলাদের বক্সিংয়ে 57-60 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জ্যাসমিন লাম্বোরিয়া ৷ কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন পূজা গেহলট ৷ মহিলাদের কুস্তিতে 76 কেজি বিভাগে পূজা সিহাগ ব্রোঞ্জ জিতেছেন ৷ পুরুষদের 9 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপক নেহরা ৷ পুরুষদের বক্সিংয়ে 54-57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন হুসাম উদ্দিন মহম্মদ ৷ বক্সিংয়ে 63.5-67 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রোহিত টোকাস ৷