হ্যাংঝাউ, 27 সেপ্টেম্বর: চতুর্থ সোনা জিতল ভারত। বুধবারের শুটিং বিভাগ থেকে পদক জেতা শুরু করে ভারত। চলতি এশিয়ান গেমস-এ ভারতের চতুর্থ স্বর্ণপদক জয়। সেই সঙ্গে এল রুপোও ৷ মহিলাদের 25 মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং 50 মিটার রাইফেল 3 পজিশন টিম ইভেন্টে এল রুপো।
মহিলাদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল যোগ্যতা ইভেন্টে সোনা জেতে ভারত। মনু ভাকের, এশা সিং এবং রিদম সাংওয়ানের ত্রয়ী যোগ্যতার শীর্ষে শেষ করে মহিলাদের 25 মিটার পিস্তল দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। তাঁদের দলগত পয়েন্ট 1759। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। তাদের দলগত পয়েন্ট 1756। এর পাশাপাশি মহিলাদের দলগত বিভাগে 50 মিটার রাইফেল 3 পজিশনসে ভারতকে পদক এনে দিলেন আশি চোক্সী, মানিনী কৌশিক ও সিফট কউর সামরা। রুপো এসেছে তাঁদের হাত ধরে ৷ 1764 পয়েন্ট পদক জিতেছেন তাঁরা। এই প্রতিযোগিতায় সোনা জিতেছে চিন। তাদের পয়েন্ট 1773।