হ্যাংঝাউ, 5 অক্টোবর: তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের মেয়েরা ৷ বৃহস্পতিবার এশিয়ান গেমসে মেয়েদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি স্বামী এবং পরনীত কৌর ৷ এর আগে বুধবারই কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা পেয়েছেন জ্যোতি ও ওজাস দেওতালে জুটি ৷ এই মুহূর্তে এশিয়ায় মেয়েদের তিরন্দাজিতে প্রথম স্থানাধিকারী তিরন্দাজ জ্যোতি সুরেখা ৷ এই নিয়ে এশিয়ান গেমসে তিনি দ্বিতীয় সোনার পদক ঝুলিতে পুরলেন তিনি ৷ আবার স্কোয়াশে আজই সোনা জিতেছেন দীপিকা পালিক্কাল ও হরিন্দর সিং জুটি ৷
আজ শুরু থেকেই টান টান উত্তেজনা ছিল মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে ৷ এছাড়া মেয়েদের কম্পাউন্ড ইনডিভিজুয়াল ফাইনালে জ্যোতি একটি রুপো নিশ্চিত করেছে ৷ এদিনের সোনার পদকের পর তিরন্দাজিতে ভারতের কমপক্ষে পাঁচটি পদক নিশ্চিত হল ৷ 2014 সালের এশিয়াডে ভারত পেয়েছিল একটি সোনা, একটি রুপো আর একটি ব্রোঞ্জ ৷
তবে আজই আরেক দিক দিয়ে ভারত আজ কিছুটা ধাক্কাও খেয়েছে ৷ বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ৷ এদিন দু'বারের অলিম্পিক পদক জয়ীর প্রতিপক্ষ ছিলেন চিনের হি বিংজিয়াও ৷