পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: সোনার হ্যাটট্রিক ভারতের, তিরন্দাজির তিনটি কম্পাউন্ড ইভেন্টেই পোডিয়াম শীর্ষে দেশের ছেলেমেয়েরা - তিরন্দাজি

দ্বাদশ দিনে ফের সোনা এল ভারতের ঘরে। কমপাউন্ড তিরন্দাজিতে ভারতের মহিলাদের পর পুরুষরাও দলগত বিভাগে সোনা জিতলেন। এই ইভেন্টে গতকাল সোনা জিতেছিল মিক্সড দল ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 3:22 PM IST

Updated : Oct 5, 2023, 4:36 PM IST

হ্য়াংঝাউ, 5 অক্টোবর:চলতি এশিয়াডের দ্বাদশ দিনে ফের স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে ৷ এদিন দ্বিতীয় পদক জয়ের সঙ্গে সঙ্গে তিরন্দাজিতে সোনার হ্যাটট্রিক করল ভারত ৷ গতকাল তিরন্দাজির মিক্সড টিম কম্পাউন্ড টিম জিতেছিল সোনা ৷ জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে চলতি এশিয়াডে তিরন্দাজিতে প্রথম সোনা এনে দেন ৷ আর বৃহস্পতিবার কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা এনে দিল ভারতের মেয়েরা ৷ এই দলেও ছিলেন জ্যোতি ৷ তাঁর সঙ্গী ছিলেন অদিতি ও পারনীত ৷ এরপর দলগত বিভাগে সোনা জিতলেন পুরুষরাও।

ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 235-230 পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতালে এবং প্রথমেশ সমাধান। এদিন আরও একটি সোনা এসেছে স্কোয়াশ মিক্সড থেকে ৷ এই বিভাগকে ভারতকে সোনা এনে দিয়েছেন দীপিকা পাল্লিকল ও হরিন্দরপাল সিং ৷ ওজাসরা এদিন প্রথম সেটেই 58-55 পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের বিপক্ষে ফল দাঁড়ায় 58-59।

তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স আসে ভারতীয় তিরন্দাজদের থেকে। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন 59-57 ব্যবধানে। চতুর্থ সেটে 4 পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া 59 পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ছ'টি তীরই 'বুলস আই' করেন ওজাসরা। ফলে 60 পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত 235-230 ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়রা। বৃহস্পতিবার দিনের প্রথম পদক আসে কম্পাউন্ড তিরন্দাজির মহিলাদের দলগত বিভাগে। ফাইনালে চাইনিজ তাইপেইকে 230-229 পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পারনীত কৌর।

এদিন কবাডিতে ছেলেদের পুরুষ দল সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে ৷ পাশাপাশি মেয়েদের হকি দল সেমিতে চিনের কাছে হেরে এবার লড়বে ব্রোঞ্জের জন্য ৷ জাপান ও দক্ষিণ কোরিয়ার ম্যাচে যে দল জিতবে তাদের সঙ্গে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে মেয়েরা ৷ এখনও পর্যন্ত ভারতের পদক সংখ্যা 84 ৷ তারমধ্যে 21টি সোনা, 31টি রুপো ও 32টি ব্রোঞ্জ ৷

আরও পড়ুন:এশিয়াডে মিক্সড ডাবলস স্কোয়াশে সোনা আনলেন দীপিকা-হরিন্দর জুটি

Last Updated : Oct 5, 2023, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details