বার্মিংহ্যাম, 7 অগস্ট: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হারের ক্ষত শুকোতে না-শুকোতেই নামতে হয়েছিল ব্রোঞ্জ মেডেল ম্যাচে । তবে ফাইনালে উঠতে না-পারলেও তৃতীয়স্থান নির্ণায়ক ম্যাচে নিজেদের উজাড় করে দিতে কোনও কসুর করলেন না সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়া-রা । ফলস্বরূপ 2006 মেলবোর্ন কমনওয়েলথ গেমসের পর ফের পদক এল দেশের মহিলা হকি দলের ঝুলিতে । পেনাল্টি শুটআউটে কিউয়িদের হারিয়ে (2-1) বার্মিংহ্যাম গেমসে ব্রোঞ্জ জিতল ভারতের মেয়েরা (India wins bronze in Women's Hockey at CWG 2022)।
শুটআউটে এদিন ভারতের জয়ের নায়ক দলের শট-স্টপার তথা দলনায়িকা সবিতা পুনিয়া । যদিও নির্ধারিত সময়ের একেবারে শেষমুহূর্তে এসে আরেকটু সজাগ থাকলে ম্যাচ শুটআউট পর্যন্ত গড়াতই না । প্রথমার্ধের শেষদিকে সালিমা তেতে-র গোলে এগিয়ে যাওয়া ভারতীয় দল 59 মিনিট পর্যন্ত গোল ধরে রেখেছিল । ম্য়াচ শেষের হুডার বাজার 18 সেকেন্ড আগে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরায় নিউজিল্যান্ড ।