আন্তালিয়া, 22 এপ্রিল: তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানের কমপাউন্ড মিক্সড ফাইনালে চ্যাম্পিয়ন ভারতীয় জুটি জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালে ৷ শনিবার চিনা তাইপেই জুটিকে 159-154 স্কোরে ভারতীয় মিক্সড জুটি ফাইনাল জিতে সোনা নিজেদের নাম করল ৷ এটি তিরন্দাজির বিশ্বকাপে কমপাউন্ড মিক্সড বিভাগে ভারতের দ্বিতীয় সোনা ৷ এর আগে জ্যোতি সুরেখা ভেন্নাম 2022 সালে প্যারিসে অভিজ্ঞ অভিষেক বর্মার সঙ্গে জুটিতে প্রথমবার সোনা জিতেছিলেন ৷ কিন্তু, ভারতের হয়ে একাধিক বিশ্বকাপ জয়ী অভিষেক বর্মা জাতীয় ট্রায়ালের সময় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি ৷ তাই প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ওজাস দেওতালের সঙ্গে জুটি বাঁধেন জ্যোতি সুরেখা ভেন্নাম ৷
আজ ফাইনালে 16 রাউন্ডের মধ্যে 15টি রাউন্ড ভারতীয় তিরন্দাজরা নিজেদের নামে করেন ৷ ফলে খুব সহজেই টুর্নামেন্টের 12 নম্বর বাছাই চিনা তাইপেই জুটির বিরুদ্ধে 159-154 পয়েন্টে ফাইনালে জয় লাভ করেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালে জুটি ৷ আজ 15টি পারফেক্ট 10 পয়েন্টে নিশানা করেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ওজাস দেওতালে ৷ যার মধ্যে 12টি অ্যারো ‘এক্স’ জোনে ছিল (সেন্টার পয়েন্টের সবচেয়ে কাছে) ৷ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই জ্যোতি এবং 20 বছরের দেওতালে মাত্র এক পয়েন্ট নষ্ট করেছেন 16 রাউন্ডের ম্যাচে ৷