টোকিয়ো, 11 জুন: জুনিয়র মহিলা এশিয়া কাপ 2023-এর বিজয়ী হল ভারতের মেয়েরা ৷ রবিবারের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে হারালেন তাঁরা ৷ ম্যাচে ভারতে হয়ে দু’টি গোল করলেন অনু এবং নীলম ৷ দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে অনু ভারতের হয়ে প্রথম গোল করেন ৷ এরপর তৃতীয় হাফ বা কোয়ার্টারে 41 মিনিটের মাথায় ভারতের জয়সূচক গোলটি করেন নীলম ৷ এটা প্রথমবার ভারতীয় মহিলা জুনিয়র হকি দল এশিয়া কাপ খেতাব জয়ী হলেন ৷
তবে, জুনিয়র মহিলা এশিয়া কাপ জয় করাই শুধু নয় ৷ এর সঙ্গে আরও একটি সুখবর রয়েছে ভারতীয় জুনিয়র মহিলা দলের জন্য ৷ তা হল, চিলিতে আয়োজিত এফআইএইচ মহিলা জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ভারতের মেয়েরা ৷ এ দিন খেতাব জয়ের আনন্দে হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ বোর্ড জুনিয়র মহিলা দলের প্রত্যেক খেলোয়াড়কে 2 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আর সাপোর্ট স্টাফরা 1 লক্ষ টাকা করে পাবেন ৷ জুনিয়র মহিলা এশিয়া কাপ জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে ৷