হ্যাংঝাউ, 29 সেপ্টেম্বর: ভারতের পদকের ঝুলিতে আরও 3টি রুপো ও 1টি ব্রোঞ্জ এল ৷ আর এখানেও বাজিমাত শুটিং ব্রিগেডের ৷ মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন এষা সিং ৷ সোনা ও রুপো মিলিয়ে মোট 4টি পদক জিতেছেন তিনি ৷ মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে এষা সিং, দিব্যা থাডিগোল এবং পলক গুলিয়া রুপো জিতেছেন ৷ টেনিসে পুরুষদের ডাবলসে রুপো জিতেছেন সাকেত মাইনেনি এবং রামকুমার রামানাথন ৷ স্কোয়াশে মেয়েদের টিম ইভেন্টে এদিন ব্রোঞ্জ জিতেছেন দীপিকা পাল্লিকাল, অনাহাত সিং, জোসনা চিনাপ্পা এবং তানভি ৷
পিস্তলে ব্যক্তিগত ও রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টে দিনের শুরুতেই যেমন দু’টি সোনা এসেছে ভারতের নামে ৷ তেমনি মেয়েদের পিস্তলের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে দু’টি রুপো এসেছে এশিয়াডের ষষ্ঠদিনে ৷ হ্যাংঝাউতে মেয়েদের ব্যক্তিগত 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জিতেছেন ভারতের এষা সিং ৷ তিনি 19তম এশিয়াডে এখনও পর্যন্ত মোট চারটি পদক জিতেছেন ৷ চারটি পদকের 2টি সোনা এবং দুটি রুপোর পদক রয়েছে এষার নামে ৷ আজকের মেয়েদের ব্যক্তিগত 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে সোনা জিতেছেন ভারতের 17 বছরের পলক গুলিয়া ৷