হ্যাংঝাউ, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসে প্রথম পদক জয় ভারতের ৷ মহিলাদের দলগত 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রুপো জিতলেন মেহুলি ঘোষ, রমিতা এবং আশি চকসি ৷ ভারতীয় শুটাররা মোট 1886 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ৷ যেখানে মেহুলি ঘোষ 630.8, রমিতা 631.9 এবং আশি চকসি 623.3 পয়েন্ট অর্জন করেছেন ৷ ভারতের মেয়েদের এই সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘মেয়েরা ভারতকে গর্বিত করেছেন ৷’’
এ দিনের সাফল্যের পর শুটার আশি চকসি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘এটা আমাদের জন্য খুব গর্বের মুহূর্ত ৷ এশিয়ান গেমসে এটা প্রথম পদক দেশের জন্য ৷ আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী ছিলাম যে পদক জিতব ৷ আর এটা এয়ার রাইফেলে আমার প্রথম পদক ৷ আমি এই পদক জিততে পেরে খুব খুশি ৷’’ দলগত 10 মিটারের এয়ার রাইফেল শুটিংয়ে রমিতা দ্বিতীয় স্থানে এবং মেহুলি ঘোষ শেষ করেন পঞ্চম স্থানে ৷ যার ফলে ব্যক্তিগত ইভেন্টে তাঁরা ফাইনালে প্রবেশ করেন ৷ আশি চকসি 623.3 পয়েন্ট নিয়ে 29 তম স্থান লাভ করেন ৷