পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: তিরন্দাজিতে ইতিহাস, সোনা জিতলেন জ্যোতি সুরেখা-ওজাস দেওতালে; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - Jyothi Vennam

তিরন্দাজিতে সোনা জিতেছেন দুই ভারতীয় ৷ জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে ৷ কম্পাউন্ড মিক্সড বিভাগে দু'জনের প্রতিপক্ষ ছিল কোরিয়া ৷ রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন মঞ্জু রানি এবং রামবাবু ৷

ETV Bharat
তিরন্দাজিতে সোনা পেলেন জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:17 AM IST

Updated : Oct 4, 2023, 11:08 AM IST

হ্যাংঝাউ, 4 অক্টোবর:আজ এশিয়াডে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন ৷ তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে ৷ কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা পেয়েছেন এই দুই তিরন্দাজ ৷

এর ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা বেড়ে হল 71 ৷ 2018 সালে জাকার্তায় এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা ছিল 70 ৷ এছাড়া বুধবার 35 কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন মঞ্জু রানি এবং রামবাবু ৷ এই সাফল্যে জ্যোতি-ওজাস এবং মঞ্জু-রামবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এখন এশিয়ার প্রথম স্থানাধিকারী তিরন্দাজ জ্যোতি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ওজাস দেওতালে ৷ তাঁদের এই সাফল্যের ফলে চলতি এশিয়ান গেমসে চারটি পদক নিশ্চিত হল ৷ এর আগে 2014 সালের এশিয়াডে ভারতীয় পুরুষদের তিরন্দাজি দলটি কমপাউন্ড বিভাগে সোনা পেয়েছিল ৷ এছাড়া একটি রূপো এবং একটি ব্রোঞ্জ ৷

দিনের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে ৷ তবে এই মুহূর্তে ভারতের প্রথম স্থানাধিকারী জ্যোতি-ওজাসের জুটি 158-155-এ দক্ষিণ এশিয়ার এই দেশটিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ৷ এরপর কাজাকিস্তানের মুখোমুখি হয়ে 159-154-এ হারিয়ে এই জুটি ফাইনালে যায় ৷ দক্ষিণ কোরিয়ার সো চাওয়েওন এবং জু জায়েহুনকে 159-158-তে পরাজিত করে সোনা জেতেন জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে ৷ মঙ্গলবারও ভারতীয় তিরন্দাজিদের জন্য উল্লেখযোগ্য দিন ছিল ৷ এদিন পুরুষদের কমপাউন্ড ইনডিভিজুয়ালে সোনা নিশ্চিত করেন অভিষেক বার্মা এবং ওজাস দেওতালের ঝুলিতে যায় রূপো ৷

35 কিমি রেস ওয়াকের মিক্সড টিম বিভাগে রামবাবু চতুর্থ স্থানে এবং মঞ্জু ষষ্ঠ স্থানে শেষ করে তৃতীয় পুরস্কার পেয়েছেন ৷ ভারতের জন্য আজ দিনের প্রথম মেডেলটি আনেন তাঁরাই ৷ রানির এই পথ অতিক্রম করতে 3 ঘণ্টা 9 মিনিট 3 সেকেন্ড সময় লাগে ৷ এদিকে রামবাবুর সময় লাগে 2 ঘণ্টা 42 মিনিট 11 সেকেন্ড ৷ এদিকে চিন 5 ঘণ্টা 16 মিনিট 41 সেকেন্ড এবং জাপান 5 ঘণ্টা 22 মিনিট 11 সেকেন্ডে শেষ করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ৷

আরও পড়ুন: মেরঠের দুই কন্যের পরপর সোনা! জ্যাভলিনে পদক আনলেন অন্নু; 'সোনার মেয়ে' দেখালেন নীরজের ঝলক

Last Updated : Oct 4, 2023, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details