পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: অশ্বারোহণের ড্রেসেজ টিম ইভেন্টে সোনা ভারতের, দলে কলকাতার অনুষ; অভিনন্দন প্রধানমন্ত্রীর

Indian Equestrian Dressage Team Create History in 19th Asian Games: 41 বছর পর এশিয়াডে অশ্বারোহণ প্রতিযোগিতায় সোনা ভারতের ঝুলিতে ৷ এশিয়াডে এ নিয়ে মোট তিনটি সোনা জয় ৷

Image Courtesy: SAI Media Twitter/X
Image Courtesy: SAI Media Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:53 PM IST

Updated : Sep 26, 2023, 5:26 PM IST

হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়াডে অশ্বারোহণ (ইকুয়েস্ট্রিয়ান) প্রতিযোগিতায় সোনা জিতল ভারত ৷ 41 বছর পর এই প্রতিযোগিতায় এশিয়াডে সোনার পদক এল ভারতের ঝুলিতে ৷ এশিয়াডে ড্রেসেজ টিম ইভেন্টে এই খেতাব জিতেছে ভারতের মিক্সড টিম ৷ ফাইনালে বিদ্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এবং অনুষ আগরওয়াল্লা ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন ৷ এদের মধ্যে অনুষ আগারওয়াল্লা বাংলার ছেলে ৷ তাঁরা চলতি এশিয়াডে টিম ড্রেসেজ ইভেন্টে 209.205 স্কোর করেছেন তাঁরা ৷

41 বছর পর এশিয়াডে অশ্বারোহণে সোনা জয়ের পাশাপাশি ড্রেসেজ টিম ইভেন্টে প্রথমবার এই সোনা এল ভারতের ঝুলিতে ৷ প্রায় 10 ঘণ্টার দীর্ঘ এই প্রতিযোগিতায় আয়োজক চিন ছাড়াও এশিয়ার একাধিক দল ড্রেসেজ টিম ইভেন্টে অংশ নিয়েছিল ৷ সেখানে সকলকে পিছনে ফেলে ভারতের বিদ্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এবং অনুষ আগরওয়াল্লা বাজিমাত করলেন ৷ বিশেষত, প্রয়োজনের সময় নিজেদের সেরাটা দিয়েছেন ভারতের এই চার অশ্বারোহী ৷ ঐতিহাসিক কীর্তির জন্য স্বর্ণপদকজয়ী ইকুয়েস্ট্রিয়ান টিমকে অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আমাদের ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ টিম এশিয়ান গেমসে সোনা জিতেছে ৷ কয়েক দশক পর এই সোনা জয় অত্যন্ত গর্বের ৷"

কলকাতার ছেলে অনুষ আগারওয়াল্লা এবং তাঁর ঘোড়া ‘এটরো’ সবচেয়ে বেশি 71.088 পয়েন্ট স্কোর করেছেন ৷ হৃদয় ছেডা এবং তাঁর ঘোড়া এমরালড 69.941 পয়েন্ট স্কোর করেছেন ৷ দিব্যাকৃতি সিং এবং তাঁর ঘোড়া অ্যাড্রেনালিন ফিরদো 68.176 স্কোর করেছে ৷ আর সুদীপ্তি হাজেলা এবং তাঁর ঘোড়া চিনস্কি 66.706 পয়েন্ট স্কোর করে ভারতকে সোনা এনে দেয় ৷ সবমিলিয়ে ভারত অশ্বারোহণের ড্রেসেজ টিম ইভেন্টে 209.205 স্কোর করেছে ৷

আরও পড়ুন:সেইলিং ইভেন্টে দ্বিতীয় পদক ভারতের, নেহার রুপোর পর পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ এবাদ আলির

দ্বিতীয়স্থানে শেষ করা চিনের মোট স্কোর 204.882 পয়েন্ট ৷ এদিন অনুষ আগারওয়াল্লা 71.088 পয়েন্ট স্কোর করে প্রতিযোগিতায় সকলের নজর কেড়ে নেন ৷ মূলত অনুশ, হৃদয় এবং দিব্যাকৃতির স্কোরের দৌলতে ভারত ড্রেসেজ টিম ইভেন্টে বাকিদের পিছনে ফেলে দেন ৷ আর সুদীপ্তি হাজেলার স্কোর ভারতের সোনার পদক সুনিশ্চিত করে ৷

Last Updated : Sep 26, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details