হ্যাংঝাউ, 26 সেপ্টেম্বর: এশিয়াডে অশ্বারোহণ (ইকুয়েস্ট্রিয়ান) প্রতিযোগিতায় সোনা জিতল ভারত ৷ 41 বছর পর এই প্রতিযোগিতায় এশিয়াডে সোনার পদক এল ভারতের ঝুলিতে ৷ এশিয়াডে ড্রেসেজ টিম ইভেন্টে এই খেতাব জিতেছে ভারতের মিক্সড টিম ৷ ফাইনালে বিদ্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এবং অনুষ আগরওয়াল্লা ভারতকে তৃতীয় সোনা এনে দিলেন ৷ এদের মধ্যে অনুষ আগারওয়াল্লা বাংলার ছেলে ৷ তাঁরা চলতি এশিয়াডে টিম ড্রেসেজ ইভেন্টে 209.205 স্কোর করেছেন তাঁরা ৷
41 বছর পর এশিয়াডে অশ্বারোহণে সোনা জয়ের পাশাপাশি ড্রেসেজ টিম ইভেন্টে প্রথমবার এই সোনা এল ভারতের ঝুলিতে ৷ প্রায় 10 ঘণ্টার দীর্ঘ এই প্রতিযোগিতায় আয়োজক চিন ছাড়াও এশিয়ার একাধিক দল ড্রেসেজ টিম ইভেন্টে অংশ নিয়েছিল ৷ সেখানে সকলকে পিছনে ফেলে ভারতের বিদ্যাকৃতি সিং, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেডা এবং অনুষ আগরওয়াল্লা বাজিমাত করলেন ৷ বিশেষত, প্রয়োজনের সময় নিজেদের সেরাটা দিয়েছেন ভারতের এই চার অশ্বারোহী ৷ ঐতিহাসিক কীর্তির জন্য স্বর্ণপদকজয়ী ইকুয়েস্ট্রিয়ান টিমকে অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আমাদের ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ টিম এশিয়ান গেমসে সোনা জিতেছে ৷ কয়েক দশক পর এই সোনা জয় অত্যন্ত গর্বের ৷"