রাউরকেল্লা, 15 জানুয়ারি: হাড্ডাহাড্ডি লড়াই, তবু নিষ্ফলাই রইল বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ ৷ জিতলেই বিশ্বকাপের (Hockey World Cup) কোয়ার্টার ফাইনাল ছিল পাকা, কিন্তু বীরসা মুণ্ডা স্টেডিয়ামে দু'দলই এদিন গোলের একাধিক সুযোগ নষ্ট করল। ফলস্বরূপ ম্যাচ অমীমাংসিতভাবে ম্যাচ শেষ হওয়ায় এদিন কোয়ার্টার নিশ্চিত করতে পারলেন না হরমনপ্রীত-শ্রীজেশরা।
স্পেনকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ম্যাচ ড্র করে খানিক চিন্তায় দল ৷ 19 জানুয়ারি ভারতের পরের ম্যাচে প্রতিপক্ষ ওয়েলস ৷ পরবর্তী পর্বে জেতে হলে গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। এদিন ম্যাচ ড্র হলেও ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা ৷ শেষমুহূর্ত পর্যন্ত দুই দলই ছিল ডেডলক ভাঙার প্রচেষ্টায়। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। সুযোগ পেয়েও গোল হাতছাড়া করেন হরমনপ্রীতরা ৷ ম্যাচ শেষের 19 সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি কর্নার পায় ইংল্যান্ড । কিন্তু ভারতীয় রক্ষণ ভাঙতে পারেনি ব্রিটিশরা।
খেলা যত এগিয়েছে, হারানো ছন্দ ফিরে পেয়েছে ভারত। কার্যত 'সুপারম্যান' হয়ে উঠে একের পর এক গোল বাঁচান ইংল্যান্ডের গোলকিপার। স্পেনের বিরুদ্ধে গত ম্যাচে দ্বিতীয় গোলটি করেছিলেন হার্দিক। আজ পুরো ম্যাচে মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেও গত ম্যাচের গোলদাতা আজ গোল পাননি। দু'বার গোলের সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি হার্দিক সিং। উল্লেখ্য, 1975 সালের পর থেকে ভারত ও ইংল্যান্ড হকির ময়দানে একে অপরের বিরুদ্ধে মোট 21টি ম্যাচ খেলেছে। মুখোমুখি সাক্ষাৎকারে ভারত 10টি ও ইংল্যান্ড 7 ম্যাচ জিতেছে। সেই সেয়ানে সেয়ানে টক্কর আজও পরিলক্ষিত হল ৷
আরও পড়ুন:ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে স্পেনের চেয়ে কঠিন, দ্বিতীয় ম্যাচের আগে বলছেন রেইড
লিগ পর্বের শেষ ম্যাচে 19 জানুয়ারি ওয়েলেসের বিরুদ্ধে নামবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে 5-0 গোলে হেরে যাওয়ার পর, স্পেনের কাছে এদিন 5-1 ব্যবধানে হেরেছে ওয়েলস। এর আগে শেষবার ভারতীয় দল হকি বিশ্বকাপ জিতেছিল 1975 সালে। তারপর 48 বছর কেটে গিয়েছে ৷ আর বিশ্বজয়ের স্বাদ পায়নি ভারতীয় হকি দল। এবার কি ঘরের মাঠে নয়া ইতিহাস গড়তে পারবেন হরমনপ্রীতরা? লক্ষ্যে পৌঁছতে পরের ম্যাচে ওয়েলসকে হারানোই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিৎ গ্রাহাম রেডের দলের ৷