পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India at women Hockey WC : আগামী 3 জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে হকি বিশ্বকাপ শুরু ভারতীয় মহিলা দলের - আগামী 3 জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে হকি বিশ্বকাপ শুরু ভারতীয় মহিলা দলের

আগামী 1-17 জুলাই স্পেন ও নেদারল্যান্ডসে বসতে চলেছে মহিলাদের হকি বিশ্বকাপের আসর (Women Hockey World Cup schedule) ৷ সেখানে ভারতকে পুল বি-তে খেলতে হবে ৷ 3 জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের প্রতিযোগিতা শুরু হবে ৷

india-to-play-against-england-in-womens-hockey-world-cup-on-july-3
India at women Hockey WC : আগামী 3 জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে হকি বিশ্বকাপ শুরু ভারতীয় মহিলা দলের

By

Published : Mar 1, 2022, 8:10 PM IST

ভুবনেশ্বর, 1 মার্চ : মহিলাদের হকি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আগামী 3 জুলাই ৷ প্রতিপক্ষ ইংল্যান্ড (India vs England) ৷ মঙ্গলবার ওই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (Women Hockey World Cup schedule) ৷ সেখান থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে ৷

এবার মহিলাদের হকি বিশ্বকাপের আসর বসতে চলেছে স্পেন ও নেদারল্যান্ডসে ৷ চলতি বছর জুলাইয়ের প্রথম দিন থেকে 17 তারিখ পর্যন্ত ৷ ভারত রয়েছে পুল বি-তে ৷ ভারত ও ইংল্যান্ড ছাড়াও ওই পুলে চিন এবং নিউজিল্যান্ড রয়েছে ৷ ভারত চিনের বিরুদ্ধে 5 জুলাই ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 7 জুলাই খেলবে ৷

ভারত কি শক্ত গ্রুপে পড়ে গেল ? প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড (India to play England in opening match) না হলেই কি ভালো হত ? এই প্রশ্নের উত্তরে ভারতীয় দলের হাফ ব্যাক সুশীলা চানু জানিয়েছেন, শুরুতে কে প্রতিপক্ষ, তা নিয়ে তাঁরা চিন্তিত নন ৷ যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁরা খেলতে প্রস্তুত (India women at Hockey World Cup) ৷

এদিন বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর একটি ভার্চুয়ার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন চানু ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে জানান যে সম্প্রতি ওমানের মাসকটে হওয়া হকি এশিয়া কাপে চিনের বিরুদ্ধে তাঁরা খেলেছেন ৷ সেই অভিজ্ঞতা বিশ্বকাপে অবশ্যই কাজে আসবে ৷

আরও পড়ুন :Junior Hockey World Cup : জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার জুনিয়র হকি বিশ্বকাপ জয় মেসির দেশের

ABOUT THE AUTHOR

...view details