হ্য়াংঝাউ, 30 সেপ্টেম্বর: দুরন্ত অধিনায়ক হরমনপ্রীত সিং একাই করলেন চার গোল ৷ ফলস্বরূপ চলতি এশিয়াডে জয়রথ অব্যাহত রাখল ভারতীয় দল ৷ গত ম্যাচে জাপানকে হারিয়ে পাকিস্তানকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ এদিন পাকিস্তানকেই 10 গোল দিয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত ৷ পুলের চতুর্থ ম্যাচে গ্রিন আর্মির বিরুদ্ধে ভারত জিতল 10-2 গোলে ৷
অধিনায়ক হরমনপ্রীতের চার গোলের পাশাপাশি স্কোরশিটে নাম তুললেন মনদীপ সিং, গুরজন্ত সিং, বরুণ কুমার, সামশের সিং এবং ললিত উপাধ্যায় ৷ ম্যাচের 8 মিনিটে পাকিস্তানের জালে ভারতের শুরু হওয়া গোলবর্ষণ শেষ হল ম্যাচের 53 মিনিট অর্থাৎ, অন্তিম কোয়ার্টারে ৷ প্রথমার্ধে এদিন 4-0 গোলে এগিয়ে ছিল ভারতীয় দল ৷ দ্বিতীয়ার্ধে এল আরও ছ'টি গোল ৷ 38 মিনিট এবং 45 মিনিটে জোড়া গোল করে পাকিস্তান ব্যবধান কমালেও তা টক্কর দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না ৷
আরও পড়ুন:টেবিল টেনিসে ইতিহাস গড়ে এশিয়াডের সেমিতে দুই বঙ্গতনয়া
প্রথম দু'টি ম্যাচে উজবেকিস্তান এবং সিঙ্গাপুরকে 16 গোল করে দেওয়ার পর তৃতীয় ম্য়াচে জাপানকে 4-2 গোলে হারায় 'মেন ইন ব্লু' ৷ সেইসঙ্গে পাকিস্তানকে টপকে পুলের শীর্ষস্থান দখল করে নেয় ভারত ৷ শনিবারের ম্য়াচ ভারত এবং পাকিস্তান দু'দলের কাছেই ছিল কার্যত শীর্ষস্থান নিশ্চিতের লড়াই ৷ সেই লড়াইয়ে চূর্ণ হল পাকিস্তান ৷ পুলের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে টোকিয়ো অলিম্পিকসের ব্রোঞ্জজয়ীরা ৷
হকিতে দুরন্ত জয়ের পাশাপাশি পুরুষদের ব্যাডমিন্টনে ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল ৷ এশিয়াডে প্রথম সোনা জয়ের হাতছানি পুরুষ দলের সামনে ৷ দক্ষিণ কোরিয়াকে 3-2 ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক রৌপ্যপদক নিশ্চিত করেছে তাঁরা ৷ রবিবার আয়োজক চিনের বিরুদ্ধে স্বর্ণপদক ম্য়াচ খেলবেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন ৷ এশিয়াডে এদিন জোড়া সোনা এসেছে ভারতের ঘরে ৷ টেনিসের মিক্সড ডাবলসের পাশাপাশি পোডিয়াম শীর্ষে ফিনিশ করেছে পুরুষ স্কোয়াশ দল ৷