পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: তিরন্দাজির ফাইনালে অভিষেক-ওজাস, পদক নিশ্চিত করলেন জ্যোতি সুরেখাও - asian games 2023 day 10

আজ এশিয়ান গেমসে ভারতীয় তিরন্দাজিদের পুরুষ ও মহিলা দুই ক্ষেত্রেই ফাইনালে উঠেছেন 3 জন ৷ এদিকে ক্যানোতে ব্রোঞ্জ জিতেছে ভারতের অর্জুন-সুনীল সিং জুটি ৷

ETV Bharat
এশিয়ান গেমসে ভারতীয় তিরন্দাজিরা

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 11:20 AM IST

Updated : Oct 3, 2023, 11:41 AM IST

হ্যাংঝাউ, 3 অক্টোবর:আজ এশিয়াডের দশম দিন ৷ মঙ্গলবার সকালে ইতিহাস গড়লেন অভিষেক বার্মা এবং ওজাস দেওতালে। তিরন্দাজির কমপাউন্ড ইনডিভিজুয়াল বিভাগে সোনা নিশ্চিত করেছেন অভিষেক ৷ রূপোর পদক যাবে ওজাসের ঝুলিতে ৷ তাঁরা তাঁদের কোরিয়ান প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালে উঠেছেন ৷ 34 বছরের বার্মা দক্ষিণ কোরিয়ার জু জায়েহুনকে হারিয়ে ফাইনালে উঠেছেন ৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ারই ইয়াং জায়েওয়ানকে পরাজিত করেছেন ওজাস ৷

এদিকে মহিলাদের কমপাউন্ড ইনডিভিজুয়াল আরচারিতে ফাইনালে উঠেছেন জ্যোতি সুরেখা ভেন্নাম ৷ তিনি ভারতেরই অদিতি গোপীচাঁদকে পরাজিত করেছেন ৷ 17 বছরের অদিতির একটি তির 7টি পয়েন্টের রিংয়ে লক্ষ্যভেদ করে ৷ এতেই তার আদর্শ জ্যোতি সুরেখার থেকে পিছিয়ে পড়ে সে ৷ 27 বছর বয়সি জ্যোতি এর আগে অগস্ট মাসে বার্লিনে অদিতির কাছেই পরাজিত হয়েছিলেন ৷ অদিতির লড়াই ব্রোঞ্জের জন্য ৷ আর জ্যোতির লক্ষ্য সোনা ৷

এর আগে বিভিন্ন বিশ্বকাপে সোনা জিতেছেন জ্যোতি ৷ তবে এশিয়ান গেমসে সোনা অধরাই থেকেছে ৷ এর আগে 2014 ও 2018 সালে যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ জিতেছেন তিনি ৷ প্রতিটিই পদক পেয়েছিলেন দলীয়ভাবে ৷

এছাড়া পুরুষদের ক্যানো ডবল 1 হাজার মিটারে অর্জুন সিং এবং সুনীল সিংয়ের জুটি ব্রোঞ্জ হাসিল করেছে ৷ এশিয়ান গেমসের ক্যানোতে এটি ভারতের দ্বিতীয় পদক ৷ ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে উজবেকিস্তান এবং কাজাকিস্তান ৷ এদিন 3:53.329 সেকেন্ডে শেষ করে ভারত তৃতীয় স্থান পেয়েছে ৷ 1994 সালে হিরোশিমায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্যানোয় ব্রোঞ্জ পেয়েছিল ভারত ৷ সেবার জুটি ছিল সিজি সদানন্দন এবং জনি রোমেল ৷ উজবেকিস্তান 3:43.796 সেকেন্ডে এবং কাজাকিস্তান 3:49.991 সেকেন্ডে শেষ করে যথাক্রমে সোনা ও রূপোর পদক দখল করেছে ৷ এছাড়া আজ এশিয়ান গেমসের কবাডিতে ভারতের পুরুষ দল বাংলাদেশকে পরাজিত করেছে ৷

আরও পড়ুন: নবম দিনের শেষে আরও চারটি পদক এল দেশের ঝুলিতে, 60টি মেডেল নিয়ে ভারতের স্থান চতুর্থ

Last Updated : Oct 3, 2023, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details