কলকাতা, 10 জুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ভারতীয় ক্রিকেট দল যখন বেকায়দায় তখন ফুটবলে ব্লু টাইগার্সদের গর্জন শোনা গেল। ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচ জিতল ভারত। ফিফার ক্রমতালিকার 185 নম্বরে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় সুনীল ছেত্রীদের। 2-0 গোলে জয় এল। ভারতের হয়ে দু'টি গোল করেন আব্দুল সামাদ ও লাললিয়ানজুয়ালা ছাংতে।
মঙ্গোলিয়ার বিরুদ্ধে ইগর স্টিম্যাচ 3-4-3 ছকে একাদশ সাজিয়েছিলেন। একাদশেও ছিল বেশ কয়েকটি পরিবর্তন। এশিয়ান কাপের আগে ঘরের মাঠে এই টুর্নামেন্টে দলকে দেখে নিতে চাইছেন কোচ স্টিমাচ। গোলে গুরপ্রীত সিংয়ের বদলে ছিলেন অমরিন্দর সিং। রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে আনোয়ার আলি ও আকাশ মিশ্র। দুই উইংয়ে নিখিল পূজারি ও উদান্ত সিং। মাঝমাঠে অনিরুদ্ধ থাপার সঙ্গে রালতে। সামনে, সাহাল আব্দুল সামাদের পাশে সুনীল ছেত্রী ও লাললিয়ানজুয়ালা ছাংতে। খাতায় কলমে এগিয়ে থেকে শুরু করেছিল ভারতীয় দল। মাঠের পারফরম্যান্সেও ছিল সেই দাপট ৷
মাঝমাঠ ও আক্রমণভাগে লোক বাড়িয়ে শুরু থেকে মঙ্গোলিয়াকে চাপে রাখার চেষ্টায় এমন পরিকল্পনা সাজিয়েছিলেন ইগর। শুক্রবার ম্যাচ শুরুর দু'মিনিটের মধ্যেই এগিয়ে যায় ভারত। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের পর এদিন ফের আন্তর্জাতিক ফুটবলে গোল পান আব্দুল সামাদ। মাত্র 90 সেকেন্ডের মধ্যে গোলটি করেন তিনি। ডানদিক থেকে বক্সে একটি ক্রস রাখেন অনিরুদ্ধ থাপা। বিপক্ষের গোলকিপার এনখতাইভান বলটি ঠিক ধরতে পারেননি, সুযোগ সন্ধানীর মতো অপেক্ষা করে ছিটকে আসা বল ধরে গোল করেন সামাদ।