বার্মিংহ্যাম, 2 অগস্ট:লন বোলসে ঐতিহাসিক স্বর্নপদক জয়ের রেশ ফিকে হতে না-হতেই কমনওয়েলথ গেমসেরষষ্ঠদিনআরও একটি সোনা ভারতের ঝুলিতে ৷ এবার সাফল্য এল টেবিল টেনিস বোর্ডে । পুরুষ ডাবলসে প্রতিপক্ষ সিঙ্গাপুরকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন সোনার ছেলে হরমিত দেশাই, জি সাথিয়ানরা (India Men's TT Team Wins Gold)। ভারতীয় প্যাডলাররা এদিন দাঁড়াতেই দেননি সিঙ্গাপুরকে। টেবিল টেনিসের হাত ধরে পঞ্চম স্বর্ণপদক প্রাপ্তি হল ভারতের ৷
গত বছরও পুরুষের ডাবলসে সোনা এসেছিল ভারতের ঝুলিতে ৷ এবারও তার অন্যথা হল না ৷ দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন তকমা ধরে রাখল ভারতীয় দল। বার্মিংহ্যামে টেবিল টেনিসের এনইসি কোর্টে নামেন জি সাথিয়ান ও হরমিত দেশাইরা ৷ অপরদিকে ছিলেন ইয়ং ইজাক কুয়েক এবং যিউ এন কোয়েন পাং। ডাবলস জয়ে মঙ্গলবারের ফাইনালের শুরুতে এগিয়ে দিয়েছিলেন হরমিত দেশাই এবং জি সাথিয়ান ৷