পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: টেবিল টেনিসের হাত ধরে ষষ্ঠদিন দ্বিতীয় সোনা ভারতের ঝুলিতে - লন বোলসে ঐতিহাসিক জয়ের পর আরও একটি স্বর্ণপদক পেল ভারত

লন বোলসে ঐতিহাসিক জয়ের পর একইদিনে আরও একটি স্বর্ণপদক ঘরে তুলল ভারত (India Men's TT Team Wins Gold)৷ সিঙ্গাপুরকে 3-1 ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারতের ছেলেদের টেবিল টেনিস দল। কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত এ নিয়ে পঞ্চম সোনা পেল ভারত ৷

CWG 2022
লন বোলসে ঐতিহাসিক জয়ের পর আরও একটি স্বর্ণপদক পেল ভারত

By

Published : Aug 2, 2022, 9:00 PM IST

Updated : Aug 2, 2022, 10:06 PM IST

বার্মিংহ্যাম, 2 অগস্ট:লন বোলসে ঐতিহাসিক স্বর্নপদক জয়ের রেশ ফিকে হতে না-হতেই কমনওয়েলথ গেমসেরষষ্ঠদিনআরও একটি সোনা ভারতের ঝুলিতে ৷ এবার সাফল্য এল টেবিল টেনিস বোর্ডে । পুরুষ ডাবলসে প্রতিপক্ষ সিঙ্গাপুরকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন সোনার ছেলে হরমিত দেশাই, জি সাথিয়ানরা (India Men's TT Team Wins Gold)। ভারতীয় প্যাডলাররা এদিন দাঁড়াতেই দেননি সিঙ্গাপুরকে। টেবিল টেনিসের হাত ধরে পঞ্চম স্বর্ণপদক প্রাপ্তি হল ভারতের ৷

গত বছরও পুরুষের ডাবলসে সোনা এসেছিল ভারতের ঝুলিতে ৷ এবারও তার অন্যথা হল না ৷ দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন তকমা ধরে রাখল ভারতীয় দল। বার্মিংহ্যামে টেবিল টেনিসের এনইসি কোর্টে নামেন জি সাথিয়ান ও হরমিত দেশাইরা ৷ অপরদিকে ছিলেন ইয়ং ইজাক কুয়েক এবং যিউ এন কোয়েন পাং। ডাবলস জয়ে মঙ্গলবারের ফাইনালের শুরুতে এগিয়ে দিয়েছিলেন হরমিত দেশাই এবং জি সাথিয়ান ৷

ভারত গ্রুপ পর্বে হারায় বার্বাডোজ, সিঙ্গাপুর এবং উত্তর আয়ারল্যান্ডকে। তিনটি ম্যাচেই ভারত জেতে 3-0 ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে ভারত সামনাসামনি হয় বাংলাদেশের। ম্যাচ জিতে যায় ভারত ৷ ওঠে সেমিফাইনালে ৷ নাইজেরিয়াকে 3-0 ব্যবধানে ফের হারায় ভারত ৷ ফাইনালে সিঙ্গাপুরকে 3-1 ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে নিল ভারত। স্বর্ণপদক জয়ের আনন্দের মধ্যেও যদিও কাঁটার মত খচখচ করে বিঁধছে সিঙ্গলসে তারকা প্যাডলার অচিন্ত্য শরথ কমলের হার ।

আরও পড়ুন:কমনওয়েলথে চতুর্থ সোনা ভারতের! লন বোলসে ইতিহাস তৈরি করল দেশের মেয়েরা

ইতিহাস গড়ে এদিন প্রথম সোনা পান ভারতীয় মহিলা লন বোলস দল। আর দ্বিতীয় সোনা এল পুরুষ টেবিল টেনিস দলের হাত ধরে। কমনওয়েলথ গেমস 2022-এর ষষ্ঠদিন পর্যন্ত ভারত পাঁচটি স্বর্ণ, চারটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে ৷ পদক তালিকায় আপাতত ভারতের স্থান ষষ্ঠ ৷

Last Updated : Aug 2, 2022, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details