হ্যাংঝাউ, 28 সেপ্টেম্বর: শেষ আটের গণ্ডি পেরিয়ে এশিয়ান গেমসের ফুটবলে স্বপ্ন বাঁচিয়ে রাখা হল না ভারতীয় দলের। প্রতিপক্ষ সৌদি আরবে বিরুদ্ধে 2-0 গোলের ব্যবধানে হার ঈগর স্টিমাচের ছেলেদের। প্রাথমিক পর্বে চিনের বিরুদ্ধে 5-1 গোলে হারের ধাক্কা সরিয়ে পরপর দু'টো ম্যাচে পরের পর্বে যাওয়ার কড়ি যোগাড় করেছিল ভারত। কিন্তু শেষরক্ষা হল না। যদিও কোচ স্টিমাচ বলেছিলেন, তাঁদের প্রতিপক্ষ আরব আমীরশাহি শক্তিশালী হলেও চ্যালেঞ্জ নিতে তৈরি। বরং চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছেন।
শুরুতে যথেষ্ট আশা জুগিয়েছিলেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা। প্রথমার্ধে গোল হয়নি। ফলে পরবর্তী 45 মিনিটে ভারতীয় দল মরিয়া হবে বলে ধরা হয়ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে যাবতীয় হিসেব উলটে দিলেন মহম্মদ খালিল মারান। তাঁর জোড়া গোলে পরাজিত ভারতীয় দল। সৌদি আরবের প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন আল নাসের ক্লাবে। সেখানেই খেলেন মহম্মদ খালিল মারান। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেনই না, ভারতীয় রক্ষণের জমাট বাঁধন ভাঙলেন।