দোহা, 13 জানুয়ারি: এএফসি এশিয়ান কাপে হার দিয়ে শুরু করল ভারত ৷ শনিবার অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ ভারতের ৷ সেই ম্যাচে 0-2 গোলে হারতে হয়েছে ভারতকে ৷
এ দিন ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত অজি ফুটবলারদের সঙ্গে সমানে-সমানে লড়েছিল সুনীল ছেত্রীর ভারত ৷ প্রথম 45 মিনিট গোলশূন্য ছিল ৷ তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া ৷ ম্যাচের 50 তম মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন জ্যাকসন ইরভাইন ৷ 73 মিনিটে গোলের ব্যবধান বাড়ায় অস্ট্রেলিয়া ৷ গোল করেন জর্ডন বস ৷
সামগ্রিক পরিসংখ্যান দেখলেই স্পষ্ট যে এ দিনের ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে অস্ট্রেলিয়া ৷ বল দখলের লড়াইয়ে অনেক পিছনে ছিল ভারত ৷ বল দখলের এই পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়া 71 শতাংশ ও ভারত 29 শতাংশ ৷ ফাউল করার ক্ষেত্রে এগিয়ে ভারত ৷ একটি হলুদ কার্ডও দেখতে হয়েছে তাদের ৷
24 দলের এই প্রতিযোগিতায় ছ’টি গ্রুপ রয়েছে ৷ ভারত রয়েছে বি গ্রুপে৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তান ৷ ভারতের পরবর্তী প্রতিপক্ষ উজবেকিস্তান ৷ আগামী বৃহস্পতিবার (18 জানুয়ারি) ভারতীয় সময় রাত 8টায় ওই ম্যাচ হবে ৷ আগামী 23 জানুয়ারি গ্রুপ পর্যায়ে ভারতের শেষ ম্যাচ আগামী 23 জানুয়ারি (মঙ্গলবার) ৷ সেদিন সিরিয়ার বিপক্ষে খেলতে হবে ভারতকে ৷
ম্যাচের ভারতীয় ফুটবল টিমের এক্স হ্যান্ডেলে ফলাফল দিয়ে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘ঘাম ও রক্ত ৷ আমরা সর্বস্ব দিয়েছি ৷ কিন্তু সেটা এশিয়ান কাপ 2023 এর প্রথম ম্যাচের জন্য যথেষ্ট ছিল না ৷’’ এর পর লেখা হয়েছে যে পরবর্তী ম্যাচের আগে প্রস্তুতির জন্য ভারত আরও পাঁচদিন সময় পাচ্ছে ৷
ফলে সেই ম্যাচে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে ? গ্রুপ লিগের শেষ দু’টি ভালো ফল করে দ্বিতীয় রাউন্ডে কি উঠতে পারবেন সুনীল ছেত্রীরা ? সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন:
- এশিয়ানে ইতিহাস, সুনীলদের সামলাতে বাঁশি হাতে নামলেন জাপানের ইমাশিতা
- লড়াই ছুড়ে দেবে ভারত, এশিয়ান কাপ অভিযান শুরুর আগে হুংকার স্টিম্যাচের