ভুবনেশ্বর, 22 জানুয়ারি:হল না চক দে ইন্ডিয়া! বিশ্বকাপ হকিতে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ছিল ভারতের। ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত ৷ নিউজিল্যান্ডের কাছে সাডেন ডেথে হারলেন হরমনপ্রীতরা (New Zealand Beats India in Hockey World Cup)৷ নির্ধারিত সময় খেলার ফল 3-3 থাকার পর পেনাল্টি শুট-আউটে হরমনপ্রীত সিং অ্যান্ড কোং হারল 4-5 গোলে ৷
এফআইএইচ হকি ব়্যাংকিংয়ে ষষ্ঠস্থানে থাকা ভারত রবির সন্ধ্যায় দ্বাদশ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচ খেলতে নেমেছিল। কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমদিকে ম্যাচের রাশ ছিল ভারতীয়দের স্টিকেই ৷ ডিফেন্স শক্ত রেখে 2-0 এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে কিউয়িরা ৷ তৃতীয় কোয়ার্টারে ভারত একটি গোল করলেও জোড়া গোল ফিরিয়ে দেয় প্রতিপক্ষ ৷ 3-2 গোলের এগিয়ে থেকে ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে প্রবেশ করে 'মেন ইন ব্লু' ৷ কিন্তু সেই লিড ধরে রাখা সম্ভব হয়নি ৷ অন্তিম কোয়ার্টারে আরও একটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় নিউজিল্যান্ড ৷ নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল হয় 3-3 ৷
নিয়ম মেনে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে ৷ সেখানেও প্রথম পাঁচটি শটের পর ফলাফল 3-3 হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় সাডেন-ডেথে ৷ সেখানে ভারতকে হারিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে কিউয়িরা ৷ চলতি হকি বিশ্বকাপে পুল 'ডি'-তে অপরাজিত থেকে দু'য়ে শেষ করেছিলেন হরমনপ্রীতরা। অন্যদিকে, নিউজিল্যান্ডও পুল 'সি'-তে তিনে শেষ করেছিল। দ্বিতীয় স্থানে থাকার জন্য সরাসরি কোয়ার্টারে প্রবেশের সুযোগ হাতছাড়া করে ভারত।
আরও পড়ুন:ওয়েলসকে হারিয়ে শেষ আটের আশা জাগিয়ে রাখলেন হরমনপ্রীতরা
দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হার্দিক সিং হ্যামস্ট্রিংয়ের কারণে ছিটকে গিয়েছিলেন আগেই। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে রাজকুমার পালকে। রবিবার ক্রসওভার স্টেজের গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিকের অভাব মেটাতে ভারত তাকিয়েছিল মনদীপ সিং ও আকাশদীপের সিংয়ের দিকে। কিন্তু শেষটা সুখের হল না ভারতের ৷ পুল-ডি অর্থাৎ ভারতের গ্রুপে তিন নম্বরে শেষ করেছিল স্পেন ৷ এদিন তারা মালয়েশিয়াকে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে ৷ হকি বিশ্বকাপ 2023-এ যারা এখনও পর্যন্ত শেষ আটে পৌঁছে গিয়েছে - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন ও নিউজিল্যান্ড ৷ এদের মধ্যে প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে গিয়েছে।