পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SAFF U-19 Champions: পাকিস্তানকে হেলায় হারিয়ে অনূর্ধ্ব-19 সাফ জয় ভারতের - India hammer Pakistan

কাঠমাণ্ডুতে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-0 গোলে হারাল ভারতের ছেলেরা ৷ মাংলেনথাং কিপজেনের জোড়া গোল এবং জি গয়ারির গোলে রবিবার সাফ ফাইনালে পাকিস্তানকে মাটি ধরাল 'মেন ইন ব্লু' ৷

SAFF U19 Champions
অনূর্ধ্ব 19 সাফ জয় ভারতের

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 10:55 PM IST

কাঠমাণ্ডু, 30 সেপ্টেম্বর: আগামী 14 অক্টোবর বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে ভারত-পাক মহাযুদ্ধ ৷ উত্তেজনায় ফুটছেন ক্রিকেটপ্রেমীরা ৷ তার আগে ফুটবলের মঞ্চে ভারতের কাছে দর্পচূর্ণ পাকিস্তানের ৷ কাঠমাণ্ডুতে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে গ্রিন আর্মিকে 3-0 গোলে হারাল ভারতের ছেলেরা ৷ মাংলেনথাং কিপজেনের জোড়া গোল এবং জি গয়ারির গোলে রবিবার সাফ ফাইনালে পাকিস্তানকে মাটি ধরাল 'মেন ইন ব্লু' ৷

এদিন ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে যুব সাফ চ্য়াম্পিয়নশিপে (অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19) অষ্টমবার সেরা হল ভারতীয় দল ৷ অনূর্ধ্ব-19 প্রতিযোগিতায় এই নিয়ে পঞ্চ যা দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের একাধিপত্যের নিদর্শন ৷ নেপালের রাজধানী শহরে এদিন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমার্ধ গোলশূন্যই থাকে ৷ দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে ফের নায়ক বনে যান কিপজেন ৷ 64 এবং 85 মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি মণিপুরী ফুটবলার ৷

ম্যাচের সংযুক্তি সময়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গয়ারি ৷ 95 মিনিটে (90+5) ব্যবধান 3-0 করেন তিনি ৷ বুধবার, সেমিফাইনালে আয়োজক নেপালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল ভারত ৷ ওই ম্যাচে টাইব্রেকারে অন্তিম শটটি ঠান্ডা মাথায় জালে জড়িয়েছিলেন কিপজেন ৷ এদিন একইভাবে মাথা ঠান্ডা রেখে সুপার সাব হিসেবে নেমে নায়ক হয়ে গেলেন তিনি ৷

আরও পড়ুন:চূর্ণ পাকিস্তান, এশিয়ান গেমস হকিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের 10 গোল ভারতের

কিপজেনের জোড়া গোলেই ম্যাচে এদিন ফেরার রাস্তা বন্ধ হয়ে যায় পাকিস্তানের ৷ সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান ৷ এর আগে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ এবং ভুটানকে হারিয়ে শেষ চারে প্রবেশ করেছিল ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details