হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর:সপ্তম দিনে পড়ল প্রতিযোগিতা। এবারে জয়জয়কার ভারতীয় শুটারদের ৷ দিনের শুরুতেই 10মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল। আগের রাউন্ডে ভারত এগিয়ে ছিল কিন্তু ঝাং এবং জিয়াং-এর চিনের জুটি সোনা জেতার জন্য মরিয়া হয়ে ওঠে। চিনকে হারাতে না-পারায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল সরবজ্যোত ও দিব্যাকে ৷ ম্যাচের ফলাফল ভারত 14-16 চিন।
ফাইনালে নামার আগে ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের 3টি শটের পর 577 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন। সোনার জন্য চিনের মুখোমুখি হন এই জুটি। পাকিস্তান, জাপান, কোরিয়া এবং ইরান ব্রোঞ্জ পদকের ম্যাচে জায়গা করে নিয়েছে। ফাইনালে নামার পর ভারত ও চিনের লক্ষ্য থাকে কোন দল আগে 16 পয়েন্টে পৌঁছতে পারবে। ভারত একটা সময় 7-3 ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে চিনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র্যানজিন 11-11 করে দেয়।