পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: পঞ্চম দিনের শুরুতে ফের শুটিংয়ের হাত ধরে এল সোনা, উশুতে ভারতকে রুপো দিলেন মণিপুরের রোশিবিনা - শুটিংয়ের হাত ধরে এল সোনা

শুটিংয়ে সোনার জয়জয়কার ৷ ষষ্ঠ সোনা এল ভারতের ঝুলিতে ৷ 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে ভারতীয় পুরুষ দল সোনা জিতল। এর পাশাপাশি উশুতে মেয়েদের 60 কেজি বিভাগে রুপো পেলেন রোশিবিনা দেবী।

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 8:25 AM IST

Updated : Sep 28, 2023, 9:13 AM IST

হ্যাংঝাউ, 28 সেপ্টেম্বর:শুটিংয়ে ফের সোনার সংসার। এশিয়ান গেমসের পঞ্চমদিনের শুরুটা রুপো দিয়ে হলেও এরপরই স্বর্ণপদকের মুখ দেখল ভারত ৷ উশুর 60 কেজি বিভাগে রুপো জিতলেন রোশিবিনা দেবী। এর কিছুটা পরই শুটিং ইভেন্টে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল টিম সোনা জিতেছে ভারত।

এ বারের এশিয়াডে উশু থেকে ভারতের এটি প্রথম পদক জয়। এশিয়ান গেমসে যাওয়ার আগে থেকেই উশু প্রতিযোগীরা আলোচনায়। সীমান্ত জটিলতার কারণে অরুণাচলের তিন অ্যাথলিটকে ভিসা দেয়নি চিন। তাতে যে টিমের মনোবলে ধাক্কা লেগেছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু এশিয়াডে নেমে সেসব ভুলে পদক জয়েতে ফোকাস করেছেন অ্যাথলিটরা। তারই ফল আজকের রোশিবিনার রুপো। মণিপুরী অ্যাথলিটের এই পদকের ফলে ভারতের ঝুলিতে 23টা মেডেল।

সোনা না পেলেও উসুতে যথেষ্ট সফল রোশিবিনা। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের 60 কেজি বিভাগে উসুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন রোশিবিনা দেবী। এ বার হ্যাংঝাউতে তিনি পদকের রং বদলে ফেললেন। 2010 সালের এশিয়ান গেমসে উশুতে ফাইনালে উঠেছিলেন সন্ধ্যারানী দেবী। তারপর কেউ এই বিভাগের ফাইনালে উঠলেন। এটা রোশিবিনার দ্বিতীয় এশিয়ান গেমস পদক। এই সাফল্য অরুণাচলের যে তিন অ্যাথলিট এশিয়াডে যেতে পারেননি, তাঁদের উৎসর্গ করেছেন রোশিবিনা।

ভারতীয় ত্রয়ী সর্বজোত সিং, শিবা নারওয়াল এবং অর্জুন সিং চিমা মোট 1734 পয়েন্টে শেষ করেছেন। চিনকে একক পয়েন্টে হারিয়ে দলগত বিভাগে সোনা জিতেছে ভারত। 1 পয়েন্ট কম পাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। 1730 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে ভিয়েতনাম। সর্বজোত (580) এবং অর্জুন (578) যথাক্রমে পঞ্চম এবং আট নম্বর স্থান অর্জন করেছেন। এরপর ব্যক্তিগত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন তারা। 19তম এশিয়ান গেমসের পঞ্চম দিনের সোনা ও রুপো জয়ের ফলে ভারতের পদকের সংখ্যা হল 24 ৷ তার মধ্যে 6টি সোনা, 8টি রুপো ও 10টি ব্রোঞ্জ রয়েছে।

অন্যদিকে, টেবিল টেনিসের মিক্সড ডাবলস রাউন্ড অফ 16-এ মণিকা-সাথিয়ান জুটির পরাজয়। জি সাথিয়ান এবং মণিকা বাত্রার ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে জায়গা পথে ভালো এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত 2-3 হারে (11-7, 11-9, 11-13, 10-12, 3-11) সিঙ্গাপুরের চিউ জে ইউ ক্ল্যারেন্স এবং জেং জিয়ানের কাছে।

আরও পড়ুন:এশিয়াডের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 13 গোল দিল ভারতের মহিলা হকি দল

Last Updated : Sep 28, 2023, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details