হ্যাংঝাউ, 28 সেপ্টেম্বর:শুটিংয়ে ফের সোনার সংসার। এশিয়ান গেমসের পঞ্চমদিনের শুরুটা রুপো দিয়ে হলেও এরপরই স্বর্ণপদকের মুখ দেখল ভারত ৷ উশুর 60 কেজি বিভাগে রুপো জিতলেন রোশিবিনা দেবী। এর কিছুটা পরই শুটিং ইভেন্টে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল টিম সোনা জিতেছে ভারত।
এ বারের এশিয়াডে উশু থেকে ভারতের এটি প্রথম পদক জয়। এশিয়ান গেমসে যাওয়ার আগে থেকেই উশু প্রতিযোগীরা আলোচনায়। সীমান্ত জটিলতার কারণে অরুণাচলের তিন অ্যাথলিটকে ভিসা দেয়নি চিন। তাতে যে টিমের মনোবলে ধাক্কা লেগেছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু এশিয়াডে নেমে সেসব ভুলে পদক জয়েতে ফোকাস করেছেন অ্যাথলিটরা। তারই ফল আজকের রোশিবিনার রুপো। মণিপুরী অ্যাথলিটের এই পদকের ফলে ভারতের ঝুলিতে 23টা মেডেল।
সোনা না পেলেও উসুতে যথেষ্ট সফল রোশিবিনা। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের 60 কেজি বিভাগে উসুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন রোশিবিনা দেবী। এ বার হ্যাংঝাউতে তিনি পদকের রং বদলে ফেললেন। 2010 সালের এশিয়ান গেমসে উশুতে ফাইনালে উঠেছিলেন সন্ধ্যারানী দেবী। তারপর কেউ এই বিভাগের ফাইনালে উঠলেন। এটা রোশিবিনার দ্বিতীয় এশিয়ান গেমস পদক। এই সাফল্য অরুণাচলের যে তিন অ্যাথলিট এশিয়াডে যেতে পারেননি, তাঁদের উৎসর্গ করেছেন রোশিবিনা।