হ্যাংঝাউ, 1 অক্টোবর:চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে দেদার সাফল্য এল ভারতের ঝুলিতে ৷ শুটিংয়ের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে একের পর এক পদক এনে দিয়েছেন মহিলা ও পুরুষ শুটাররা ৷ রুপো দিয়ে সূচনা, ব্রোঞ্জে সমাপ্তি, এশিয়াডে রেকর্ড সংখ্যক পদক জয়ে উজ্জ্বল ভারতীয় শুটাররা ৷ সর্বমোট 22টি পদকের মধ্যে স্বর্ণপদক এল 7টি ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসে চমকপ্রদ পারফরম্যান্স ভারতীয় শুটারদের। এশিয়াড ইতিহাসে সর্বাধিক সাফল্য নিয়ে ভারতীয় শুটিংয়ের যাত্রাপথ শেষ হল রবিবার।
গত রবিবার অর্থাৎ, 24 সেপ্টেম্বর পদক প্রাপ্তির সূচনা হয়েছিল রুপো দিয়ে। আজ পুরুষদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে শেষ পদকটি (ব্রোঞ্জ) জিতলেন কিনান চেনাই ৷ সবমিলিয়ে এশিয়ান গেমসের সফর শেষে শুটিংয়ে মোট 22টি পদক এল ভারতের। তার মধ্যে রয়েছে 7টি সোনা, 9টি রুপো ও 6টি ব্রোঞ্জ। শুটিংয়ের শেষদিনে আজ সোনা ও ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের এটাই সেরা পারফরম্যান্স। এই এশিয়াডেই সবথেকে বেশি পদক জিতলেন ভারতীয় শুটিং দলের প্রতিনিধিরা।