হ্যাংঝাও, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের শেষ ষোলোয় কোয়ালিফাই করল ভারত ৷ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন সুনীল ছেত্রীরা ৷ রবিবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে 1-1 ড্র করে ‘ব্লু টাইগার্স’ ৷ এ দিন ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ম্যাচের 23 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি ৷ তবে, দ্বিতীয়ার্ধে 74 মিনিটে সেই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় ভারতের প্রতিবেশী দেশ ৷
আজ মায়ানমারের বিরুদ্ধে ম্যাচে জয় দিয়ে শেষ করতে চেয়েছিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ ৷ কিন্তু, তা সম্ভব হল না ৷ দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোল শোধ করে দেওয়ায় জয়ের সুযোগ হাতছাড়া হয় ৷ চিনের বিরুদ্ধে 5-1 গোলের বড় হারের পর বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল ৷ সেখান থেকে স্টিম্যাচ এবং সুনীল ভেবেছিলেন মায়ানমার ম্যাচ জিতে ইতিবাচক চিন্তাধারা নিয়ে পরবর্তী পর্যায়ে প্রবেশ করবেন ৷ কিন্তু, তা চেয়ে এই ম্যাচে হল না ৷