হ্যাংঝাউ, 7 অক্টোবর:এশিয়ান গেমসের আজ 14তম দিন ৷ আজকের দিনটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে রইল ৷ আজ, শনিবার ভারত এশিয়াডে 100তম পদকের গণ্ডি ছুঁল ৷ এই 100তম পদকটি ভারতের ঝুলিতে এসেছে সোনা হয়ে ৷ 100তম পদকটি ভারতের মহিলা কবাডি দল দেশকে এনে দিয়েছে ৷ এশিয়ান গেমস শুরুর অনেক আগে থেকেই এবারের স্লোগান ছিল, 'ইস বার 100 পার', অর্থাৎ এবার 100 পদকের গণ্ডি পেরিয়ে যাবে ভারত। আজ হলও তেমনটা ৷ এশিয়ান গেমসে সত্যি সত্যিই 100 পদক পেরিয়ে গেল ভারত। এটি সর্বকালীন রেকর্ড। এর আগে কোনও দিন 100 পদক ছোঁয়া তো দূর, তার ধারেকাছেও যেতে পারেননি অ্যাথলিটেরা। সোনা পাওয়ার ব্যাপারেও এ বার রেকর্ড হয়েছে।
শনি-সকালে আর্চারিতে পরপর চারটি পদক এসেছে। তারপর কবাডিতে এসেছে সোনা ৷ গতবারের চেয়ে মোট 30টিরও বেশি পদক জিতে এশিয়াডে 'সেঞ্চুরি' করে ফেলল ভারত। মোদি অবশ্য প্রচার আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। 70টি পদক পেরনোর পরেই তিনি টুইট করে 100 পদকের স্বপ্ন উসকে দেন। ভারতীয় ক্রীড়াবিদরা তাঁকে হতাশ করেননি। অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, "এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। 100 পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই।"