পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: একশো'র মাইলস্টোন ছুঁল ভারত, 'ইস বার 100 পার' করে ইতিহাস গড়লেন অ্যাথলিটরা - ইতিহাস গড়লেন অ্যাথলিটরা

এশিয়ান গেমস শুরুর অনেক আগে থেকেই এবারের স্লোগান ছিল, 'ইস বার 100 পার', অর্থাৎ এবার 100টিরও বেশি পদক জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নও ছিল তাই ৷ সেইমতো 19তম এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা প্রত্যাশা মতো পদকের 100-র গণ্ডি স্পর্শ করলেন ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 10:19 AM IST

হ্যাংঝাউ, 7 অক্টোবর:এশিয়ান গেমসের আজ 14তম দিন ৷ আজকের দিনটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে রইল ৷ আজ, শনিবার ভারত এশিয়াডে 100তম পদকের গণ্ডি ছুঁল ৷ এই 100তম পদকটি ভারতের ঝুলিতে এসেছে সোনা হয়ে ৷ 100তম পদকটি ভারতের মহিলা কবাডি দল দেশকে এনে দিয়েছে ৷ এশিয়ান গেমস শুরুর অনেক আগে থেকেই এবারের স্লোগান ছিল, 'ইস বার 100 পার', অর্থাৎ এবার 100 পদকের গণ্ডি পেরিয়ে যাবে ভারত। আজ হলও তেমনটা ৷ এশিয়ান গেমসে সত্যি সত্যিই 100 পদক পেরিয়ে গেল ভারত। এটি সর্বকালীন রেকর্ড। এর আগে কোনও দিন 100 পদক ছোঁয়া তো দূর, তার ধারেকাছেও যেতে পারেননি অ্যাথলিটেরা। সোনা পাওয়ার ব্যাপারেও এ বার রেকর্ড হয়েছে।

শনি-সকালে আর্চারিতে পরপর চারটি পদক এসেছে। তারপর কবাডিতে এসেছে সোনা ৷ গতবারের চেয়ে মোট 30টিরও বেশি পদক জিতে এশিয়াডে 'সেঞ্চুরি' করে ফেলল ভারত। মোদি অবশ্য প্রচার আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। 70টি পদক পেরনোর পরেই তিনি টুইট করে 100 পদকের স্বপ্ন উসকে দেন। ভারতীয় ক্রীড়াবিদরা তাঁকে হতাশ করেননি। অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, "এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের। 100 পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই।"

তিনি আরও জানান, "তাঁদের (অ্যাথলিট) প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। একাধিক অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে। আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে। 10 তারিখে এশিয়ান গেমস দলকে অভ্যর্থনা জানাব। আমাদের অ্যাথলিটদের সঙ্গে কথা বলব।"

1951 সালে শুরু হয়েছিল এশিয়ান গেমস। এই প্রতিযোগিতা শুরু হওয়ার অন্যতম কারিগর ছিল ভারত। প্রথম প্রতিযোগিতার ভারত পেয়েছিল 51টি পদক। তারপর থেকে সর্বমোট পদকের সংখ্যা 50-ও ছুঁতে পারেনি। 31 বছর পর আবার দিল্লিতে এশিয়াডের আসর বসে। সেবার 57টি পদক পায় ভারত। এরপর কয়েকবছর খরা ৷ 2006 দোহা গেমসে 53টি পদক জেতে তারা। সেই শুরু। তার পর থেকে কখনও 50-এর নীচে নামেনি পদকসংখ্যা। গত বছর এশিয়াডের ইতিহাসে সবচেয়ে বেশি সোনা এবং পদক পেয়েছিল ভারত। 16টি সোনা ছিল। মোট পদক ছিল 70৷ আর এবার তা 100 হল ৷ তবে এখনও বেশকিছু ইভেন্ট বাকি রয়েছে টিম ইন্ডিয়ার ৷ তাতেও পদক আসবে ৷

আরও পড়ুন:মহিলাদের হাত ধরে 100তম পদক! চিন তাইপেইকে হারিয়ে সোনা জিতল কবাডি দল

ABOUT THE AUTHOR

...view details