বেঙ্গালুরু, 3 জুলাই: নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে মঙ্গলবার বেঙ্গালুরুতে নামবে ভারতীয় ফুটবল দল ৷ শুধু চ্যাম্পিয়নশিপ জেতা, সাফ চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে সুনীল ছেত্রীদের সামনে ৷ যে ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কঠিন কুয়েত ৷ যাদের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে 1-1 ম্যাচ ড্র করেছিল ভারত ৷ লেবাননের বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে সেমিফাইনালে 4-2 গোলে জিতে ফাইনালে উঠেছে মেন ইন ব্লু ৷ অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে 1-0 গোলে জিতে ফাইনালে জায়গা করেছে কুয়েত ৷
কুয়েতের বিরুদ্ধে টুর্নামেন্টে ভারত দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ৷ এর আগে গ্রুপ ম্যাচে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়েছিল ভারতের ৷ ইনজুরি টাইমের 92 মিনিটে আত্মঘাতী গোলের জেরে 3 পয়েন্ট মাঠে ফেলে আসে সুনীল ছেত্রীর দল ৷ তবে, মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দল কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবে ৷ এর মূল কারণ, ঘরের মাঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের সামনে খেলবেন সুনীলরা ৷ তবে, প্রশ্ন একটাই শেষ দুই ম্যাচে যে পারফর্ম্যান্স ভারত করেছে ৷ তারপর ফাইনালে কি নিজেদের সেরাটা দিতে পারবে তারা ৷
গ্রুপের শেষ ম্যাচে ও সেমিফাইনালে ভারতের পারফর্ম্যান্স নিয়ে নিজের চিন্তা ব্যক্ত করেছেন দলের সহকারি-কোচ মহেশ গাউলি ৷ তবে, পুরো বিষয়টি ফিটনেস সমস্যার কারণে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘আপনি যদি দু’টি টুর্নামেন্টের মাঝে 1 সপ্তাহের সময় পান, তাহলে কিছুই করার থাকে না ৷ কিন্তু, সেখানে যদি 1 মাস সময় পাওয়া যায় ৷ তাহলে প্লেয়ারদের ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব ৷’’