ভুবনেশ্বর, 28 নভেম্বর : কানাডাকে 13 গোল দেওয়ার পর শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকেও বিধ্বস্ত করল ভারত ৷ সেইসঙ্গে দেশের মাটিতে জুনিয়র হকি বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল বিবেক সাগর প্রসাদ অ্যান্ড কোম্পানি (India enters into the QF of Junior Hockey World Cup) ৷ তৃতীয় ম্যাচে এদিন পোলিশদের 8-2 গোলে হারাল 'মেন ইন ব্লু' (India beats Poland 8-2 in Junior Hockey World Cup) ৷ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে তারা (India will face Belgium in QF) ৷
2016 ফাইনালের পর ফের জুনিয়র বিশ্বকাপের নক-আউটে মুখোমুখি দুই দল ৷ 2016 ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে খেতাব জিতেছিল ভারতের ছোটরা ৷ কানাডার পর এদিন পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও ভারতের জয়ের নায়ক সহ-অধিনায়ক সঞ্জয় এবং ফরোয়ার্ড আরাইজিৎ সিং হুন্দাল ৷ দু'জনেই করলেন দু'টি করে গোল ৷