পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Para Games 2023: এশিয়াডের পর এশিয়ান প্যারা গেমসেও পদক জয়ের ইতিহাস গড়ল ভারত - India Medal tally in Asian Para Games

এশিয়ান গেমসের পর এবার এশিয়ান প্যারা গেমসেও রেকর্ড তৈরি করলেন ভারতীয় অ্যাথলিটরা ৷ দু'দিন বাকি থাকতেই 80টি পদক জিতে ইতিহাস গড়লেন রাকেশ কুমার, সচিন সারজেরাও খিলাড়িরা ৷ এখন 100 পদকের মাইলফলক ছোঁয়াই লক্ষ্য ক্রীড়াবিদদের ৷

Asian Para Games
এশিয়ান প্যারা গেমসেও পদক জয়ের ইতিহাস গড়ল ভারত

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 5:42 PM IST

হ্যাংঝাউ, 26 অক্টোবর: এশিয়ান গেমসের পর এশিয়ান প্যারা গেমসেও বৃহস্পতিবার ইতিহাস গড়ল ভারত ৷ সর্বোচ্চ 80টি পদক জিতে রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ এই 80টি পদকের মধ্যে রয়েছে 18টি স্বর্ণ পদকও ৷ এর আগে 2018 সালে সর্বোচ্চ পদক জয় করেছিল ভারত ৷ ইন্দোনেশিয়ায় সেবার ভারতের পদক সংখ্যা ছিল 72 ৷ এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে ভারতে এর আগে এত পদক আর কখনও আসেনি ৷ হ্যাংঝাউতে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷

চতুর্থ দিন কাটতে না কাটতেই ভারতের ঝুলিতে এসেছে 18টি সোনা, 23টি রূপো এবং 39টি ব্রোঞ্জ ৷ এখনও বাকি দু'টি গুরুত্বপূর্ণ দিন ৷ হ্যাংঝাউতে এবার ভারতের টার্গেট 100 পদক জয় ৷ এর আগে এশিয়ান গেমসের সময় সারা ভারত স্লোগান দিয়েছিল 'ইস বার 100 পার' ৷ আর সেই ভারতীয় অনুরাগীদের সেই স্বপ্নপূরণও করেছিলেন নীরজ চোপড়া-লভলিনা বর্গহাইনরা ৷ এবার এশিয়ান প্যারা গেমসে 100 পদকের মাইলফলক ছুঁতে মরিয়া সিদ্ধার্থ দেবী, রাকেশ কুমার, সচিন সারজেরাও খিলাড়িরা ৷

2018 সালে 15টি সোনা, 24টি রূপো এবং 33টি ব্রোঞ্জ জয় করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা ৷ এবার ভারতের হয়ে প্রথম সোনা আসে শটপাটে ৷ 'এফ46' বিভাগে 16.03 মিটার দূরে শটপাট ছুঁড়ে সোনা জয় করেন সচিন ৷ একই বিভাগে ব্রোঞ্জ জিতে নেন রোহিত ৷ 'আর6 মিক্সড 50 মিটার রাইফেল প্রোন এসএইচ1' বিভাগে লক্ষ্যভেদ করে সোনা জেতেন প্যারা শুটার সিদ্ধার্থ বাবু ৷

আরও পড়ুন:কাতি বিহুতে মাতলেন লভলিনা, সন্ধ্যায় দিয়া জ্বালালেন তুলসি মন্দিরে

তিরন্দাজিতে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতে নেন আদিল মহাম্মদ নাজির আনসারি এবং নবীন দালাল ৷ 'মেনস ডাবলস ডবলু 1' ইভেন্টে এই পদক জয় করেন তাঁরা ৷ দাবায় ব্রোঞ্জ পদক জয় করেছেন ভবেশ কুমার রাথি হিমাংশি ৷ এছাড়া পদক জয় করেছেন নারায়ণ ঠাকুর, শীতল দেবী, রাকেশ কুমার, শ্রেয়স ত্রিবেদী, সুকান্ত ইন্দুকান্ত কদমরাও ৷

ABOUT THE AUTHOR

...view details