হ্যাংঝাউ, 26 অক্টোবর: এশিয়ান গেমসের পর এশিয়ান প্যারা গেমসেও বৃহস্পতিবার ইতিহাস গড়ল ভারত ৷ সর্বোচ্চ 80টি পদক জিতে রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷ এই 80টি পদকের মধ্যে রয়েছে 18টি স্বর্ণ পদকও ৷ এর আগে 2018 সালে সর্বোচ্চ পদক জয় করেছিল ভারত ৷ ইন্দোনেশিয়ায় সেবার ভারতের পদক সংখ্যা ছিল 72 ৷ এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে ভারতে এর আগে এত পদক আর কখনও আসেনি ৷ হ্যাংঝাউতে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷
চতুর্থ দিন কাটতে না কাটতেই ভারতের ঝুলিতে এসেছে 18টি সোনা, 23টি রূপো এবং 39টি ব্রোঞ্জ ৷ এখনও বাকি দু'টি গুরুত্বপূর্ণ দিন ৷ হ্যাংঝাউতে এবার ভারতের টার্গেট 100 পদক জয় ৷ এর আগে এশিয়ান গেমসের সময় সারা ভারত স্লোগান দিয়েছিল 'ইস বার 100 পার' ৷ আর সেই ভারতীয় অনুরাগীদের সেই স্বপ্নপূরণও করেছিলেন নীরজ চোপড়া-লভলিনা বর্গহাইনরা ৷ এবার এশিয়ান প্যারা গেমসে 100 পদকের মাইলফলক ছুঁতে মরিয়া সিদ্ধার্থ দেবী, রাকেশ কুমার, সচিন সারজেরাও খিলাড়িরা ৷