টোকিয়ো, 26 অগস্ট: পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে (World Badminton Championships) প্রথমবার ভারতের পদক নিশ্চিত করলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ এদিন তাঁরা বিশ্বের 2 নম্বর জুটি জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ প্রথমবার কোনও ভারতীয় পুরুষ জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডাবলসে পদক জিততে চলেছেন (India Confirms First Medal in Mens Doubles) ৷
এদিন জাপানের প্রতিপক্ষকে 24-22, 15-21, 21-14 গেমে হারান সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty) ৷ সিরাজ-চিরাগ জুটি বিশ্ব ব়্যাংকিংয়ে 7 নম্বরে রয়েছে ৷ এই জুটিই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ৷ এদিন জাপানের তাকুরো হোকি এবং য়ুগো কোবায়াশিকে 1 ঘণ্টা 15 মিনিটের লড়াইয়ে হারান তাঁরা ৷ এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলস বিভাগে ভারতের দ্বিতীয় পদক ৷ এর আগের জ্বালা গুট্টা এবং অশ্বিনী পোন্নাপ্পা জুটি 2011 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহিলাদের ডাবলস বিভাগে ৷