ভুবনেশ্বর, 26 নভেম্বর : প্রথম ম্য়াচে ফ্রান্সের বিরুদ্ধে হারের হতাশা ভুলে জুনিয়র হকি বিশ্বকাপে (Junior Hockey World Cup) দুরন্ত প্রত্যাবর্তন ভারতের ৷ ঘুরে দাঁড়ানোর ম্যাচে কানাডাকে গোলের মালা পরাল বিবেক সাগর প্রসাদের দল ৷ একইসঙ্গে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে দারুণভাবে টিকে রইল তারা ৷ উত্তর আমেরিকার দেশটিকে 13-1 গোলে হারাল 'মেন ইন ব্লু' (India Beats Canada 13-0) ৷
জোড়া হ্যাটট্রিক এল দলের সহ-অধিনায়ক সঞ্জয় (Sanjay) এবং ফরোয়ার্ড আরাইজিৎ সিং'য়ের (Araijeet Singh) স্টিক থেকে ৷ দলের হয়ে বাকি গোলগুলি করেন উত্তম সিং, শরদানন্দ তিওয়ারি, অধিনায়ক বিবেক সাগর প্রসাদ, মনিন্দর সিং এবং অভিষের লাকরা ৷ এদিন উত্তম সিং দলের হয়ে গোলের খাতা খোলেন ৷ শেষটা করেন সহ-অধিনায়ক সঞ্জয় ৷ মাঝের সময়টুকু ভারতের আক্রমণে নাভিশ্বাস উঠে যায় কানাডার ৷
প্রথমার্ধে 4-1 গোলে এগিয়েছিল ভারত ৷ দ্বিতীয়ার্ধে বিপক্ষের জালে আরও 9 বার বল জড়ান ভারতীয় খেলোয়াড়রা ৷ সহ-অধিনায়ক সঞ্জয় এদিন তাঁর হ্য়াটট্রিকের প্রথম গোলটি করেন 17 মিনিটে ৷ এরপর 32 এবং 59 মিনিটে আরও দু'টি গোল আসে তাঁর স্টিক থেকে ৷ অন্য়দিকে ম্য়াচের তৃতীয় কোয়ার্টারে প্রথমবার জালে বল প্রবেশ করিয়ে দশ মিনিটের মধ্য়েই হ্যাটট্রিক সম্পন্ন করেন আরাইজিৎ ৷
আরও পড়ুন :2022 Commonwealth Games: জুনিয়র বিশ্বকাপের পালটা কমনওয়েলথ গেমস, বার্মিংহ্য়ামে দল পাঠাবে না হকি ইন্ডিয়া
আগামী শনিবার পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত ৷ পোলিশদের হারিয়েই শেষ আটের লক্ষ্যে বিবেক সাগর প্রসাদের দল ৷ কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) বৃহস্পতিবার গ্রুপ-ডি'র ম্য়াচে মিশরকে 14-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা ৷ গ্রুপ-সি'র ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে 17 গোলে হারিয়েছে স্পেন ৷