বেঙ্গালুরু, 21 জুন: ফুটবল জীবনে সায়াহ্নে ভারতীয় ফুটবলকে রাঙিয়ে দিয়ে যাচ্ছেন সুনীল ছেত্রী । বয়সকে একটি সংখ্যায় প্রতিপন্ন করে ভারত অধিনায়ক নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছেন । সাফ কাপে উদ্বোধনী ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 4-0 গোলে উড়িয়ে দিল । তিনটি গোল করে আর্ন্তজাতিক ফুটবলে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন ব্লু টাইগার্সদের ক্যাপ্টেন । এক কথায় সুনীলের ক্যাপ্টেনস নক এবং উদান্ত সিংয়ের গোলে দাপুটে শুরু ভারতের ।
ভারত বনাম পাকিস্তান ফুটবল দ্বৈরথে মোট 27 বার মুখোমুখি হয়েছে । তার মধ্যে 16 বার জয়ী ভারত । 3 বার পাকিস্তান জিতেছে । ড্র হয়েছে 8টি ম্যাচ । সাফ কাপে ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল । মোট 21টি গোল করেছেন তিনি । দেশের জার্সিতে 138 ম্যাচে 90 গোল করার কৃতিত্ব দেখালেন তিনি । আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরীখে টপকালেন মালয়েশিয়ার মুখতার দাহারিকে ৷ এখন লিও মেসির পরেই রয়েছেন সুনীল ৷
সাফ কাপে পাকিস্তান ম্যাচেই সুনীল ছেত্রীর দেশের জার্সিতে অভিষেক হয়েছিল । মাঝে বহুবছর চলে গিয়েছে । তাঁর সেদিনের সতীর্থরা এখন অবসর নিয়ে কোচিং বা অন্য পেশায় । কিন্তু সময় বদলায় কিন্তু ভারত অধিনায়কের গোল ক্ষুধা মরে না । প্রথম 15 মিনিটেই দুই প্রতিবেশী দেশের ফুটবল দ্বৈরথ কোন পথে যাচ্ছে ঠিক হয়ে গিয়েছিল । দশ মিনিটে পাক গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে দেন সুনীল । চার মিনিট পরে ফের এগিয়ে যায় ভারত । এবার পেনাল্টি থেকে গোল সুনীলের ।