বেঙ্গালুরু, 1 জুলাই: দিনকয়েক আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে তাদের 2-0 গোলে হারিয়ে খেতাব জিতেছিলেন সুনীলরা ৷ অথচ দু'সপ্তাহেরও কম ব্যবধানে ভিন্ন প্রতিযোগিতায় একই প্রতিপক্ষকে হারাতে নাজেহাল অবস্থা ভারতীয় দলের ৷ তবে শেষমেশ জিতল ভারত ৷ সৌজন্যে দুর্গের শেষ প্রহরী গুরপ্রীত সিং সান্ধুর দস্তানা ৷ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচে ডেডলক খোলেনি ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে 4-2 গোলে লেবাননকে হারিয়ে দক্ষিণ এশিয়ায় সেরার লড়াইয়ে শেষ ধাপে পৌঁছল 'মেন ইন ব্লু' ৷
ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত। এদিন প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 1-0 গোলে হারিয়ে আগেই ফাইনালের টিকিট কেটে রেখেছিল তারা। ফলত চলতি প্রতিযোগিতায় ভারত বনাম কুয়েতের দ্বিতীয় দ্বৈরথেই সাফ খেতাবের রং নির্ধারিত হবে। গ্রুপ স্টেজে এই দুই প্রতিপক্ষের লড়াই শেষ হয়েছিল 1-1 গোলে। এদিন সেমিফাইনালে পেনাল্টি শুট-আউটে ভারতের হয়ে জালে বল জড়ান সুনীল ছেত্রী, আনোয়ার আলি, উদান্তা সিং এবং নাওরেম মহেশ সিং। অন্যদিকে লেবানন আর ট্রফির মাঝে অন্তরায় হয়ে দাঁড়ান গুরপ্রীত সিং সান্ধু।