পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asia Cup Hockey: সুপার ফোরে জাপানকে হারিয়ে বদলা, ফাইনালের পথে একধাপ এগোল ভারত - India beat Japan in Asia cup hockey to take revenge for earlier defeats

সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচে হারের বদলা নিল ভারত (India beat Japan in Asia cup hockey to take revenge for earlier defeats) ৷ পুল ম্যাচে 2-5 পর্যুদস্ত হওয়া গতবারের সেরারা এদিন সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারাল 2-1 গোলে ৷

Asia Cup Hockey
ফাইনালের পথে একধাপ এগোল ভারত

By

Published : May 28, 2022, 10:33 PM IST

জাকার্তা, 28 মে: গ্রুপ পর্বের ম্যাচে জাপানের কাছে হার নক-আউটের সম্ভাবনা ক্ষীণ করে তুলেছিল ৷ শেষ পুল ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রয়োজন ছিল অন্ততপক্ষে 15 গোলে জয় ৷ নিজেদের ছাপিয়ে সেই ম্যাচ 16-0 ব্যবধানে জিতে নক-আউট নিশ্চিত হয় সর্দার সিং'য়ের ছেলেদের ৷ সেই জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে হারের বদলা নিল ভারত (India beat Japan in Asia cup hockey to take revenge for earlier defeats) ৷

পুল ম্যাচে 2-5 পর্যুদস্ত হওয়া গতবারের সেরারা এদিন সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারাল 2-1 গোলে ৷ এদিন ম্যাচের 8 মিনিট এবং 35 মিনিটে জোড়া ফিল্ড গোলে ভারতের জয় নিশ্চিত করেন মনজিৎ এবং পবন রাজভর ৷ 18 মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানের হয়ে একমাত্র গোলটি করেন তাকুমা নিবা ৷ জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে এদিন ভারতের জোড়া গোলই দৃষ্টিনন্দন ৷ প্রথম গোলটির ক্ষেত্রে পবন রাজভরের পাস ধরে বামপ্রান্তিক দৌড়ে বিপক্ষ রক্ষণকে বিভ্রান্ত করেন মনজিৎ ৷ এরপর শৈল্পিক দক্ষতায় বিপক্ষ দূর্গের শেষ প্রহরীকে পরাস্ত করেন তিনি ৷

দ্বিতীয় কোয়ার্টারে জাপান সমতা ফেরালে পরের অর্ধে প্রতিপক্ষকে চেপে ধরে সর্দার সিং'য়ের ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই লিড তুলে নেয় ভারত ৷ উত্তম সিং'য়ের সাজিয়ে দেওয়া বলে ক্লোজ রেঞ্জ শটে ব্যবধান 2-1 করেন পবন রাজভর ৷ ম্যাচের বাকি সময় জাপানের আক্রমণের সামনে রক্ষণ দুর্ভেদ্য রেখে জিতেই মাঠ ছাড়ে অলিম্পিক ব্রোঞ্জজয়ীরা ৷ যদিও চলতি টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল খেলাচ্ছে ভারতীয় দল ৷

আরও পড়ুন : 15 গোলের লক্ষ্যে নেমে ইন্দোনেশিয়াকে 16 গোল দিয়ে শেষ চারে ভারত

সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল ভারত ৷ রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলবে সর্দার সিং'য়ের ছেলেরা ৷ সুপার ফোরের আরেকটি দল দক্ষিণ কোরিয়া ৷ উল্লেখ্য, সুপার ফোরের প্রথম দু'টি দল ফাইনালের যোগ্যতা অর্জন করবে ৷

ABOUT THE AUTHOR

...view details