রাঁচি, 6 নভেম্বর:রবিবার ইডেন গার্ডেন্সে ক্রিকেট টিমের 'বিরাট-জয়ে' ভারতবাসীর আনন্দের শেষ নেই । তার মধ্য়ে আরও এক ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ৷ গতকাল রাঁচিতে অনুষ্ঠিত হওয়া মহিলাদের হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জাপানকে 4-0 গোলে মাত দিলেন সঙ্গীতারা ৷ ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখেই খেতাব জিতেছে ভারত। ফাইনালে তারা জাপানকে হারিয়ে দিয়েছে 4-0 গোলে। প্রসঙ্গত, গতবারের চ্যাম্পিয়ন দল ছিল জাপান। ফলে গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জিতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল।
এর আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে 5-0 গোলের বড় জয় পেয়েছিল ভারত। সেখান থেকেই প্রতিপক্ষ তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে গতকাল ফাইনালে নামে ৷ এ দিন ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টার শুরুর পরপর লিড নেয় ভারতীয় দল। ম্যাচের 17 মিনিটে গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন স্থানীয় খেলোয়াড় সঙ্গীতা কুমারি। এ দিন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার ছিল অবাধ। বিকেল চারটের সময়ে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় দর্শকদের জন্য।