সান্তিয়াগো (চিলি), 30 নভেম্বর: জয় দিয়ে 2023 জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ যাত্রার সূচনা করল ভারত ৷ বুধবার চিলির সান্তিয়াগোতে ছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ৷ সেই ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল কানাডার ৷ এদিন কানাডার বিরুদ্ধে 12-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল ৷
এদিন ভারতের হয়ে হ্যাটট্রিক করেন আন্নু (4', 6', 39'), মুমতাজ খান (26', 41', 54', 60') এবং দীপিকা সোরেং (34', 50', 54') ৷ এছাড়া উইমেন ইন ব্লু'র হয়ে এদিন গোল করেন দীপি মণিকা টপ্পো (21'), এবং নীলম (45')। ভারত আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে ম্যাচটি ৷ ক্রমাগত তারা চাপ সৃষ্টি করতে থাকে কানাডার উপর ৷ পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন আন্নু (4', 6')। তবে দুই গোলের লিড নেওয়া সত্ত্বেও কানাডার উপর চাপ বজায় রাখে ভারত ৷ তাদের আক্রমণাত্মক আপ্রোচের জেরেই কানাডা কোনও গোল করতে পারেনি ৷ ম্যাচের প্রথম কোয়ার্টার 2-0 গোলে এগিয়ে থেকে শেষ করে ভারত।
দ্বিতীয় কোয়ার্টারেও ভারত একইভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ৷ চাপে রাখে কানাডাকে। ফিল্ড গোল থেকে দীপি মনিকা টপ্পো (21') এবং মুমতাজ খান (26') দলের ব্যবধান বাড়ান ৷ এর মধ্যে কানাডা একটি পেনাল্টি কর্নার পেলেও তার সদ্ব্যবহার করতে পারেনি তারা । প্রথমার্ধ শেষে 4-0 ব্যবধানে এগিয়ে ছিল ভারত।
এগিয়ে থেকেও তৃতীয় কোয়ার্টারের খেলাকে কোনওভাবেই হালকাভাবে নেয়নি মহিলা হকি দল ৷ যার জেরে সুযোগ আসে ভারতের কাছে ৷ পেনাল্টি কর্ণার থেকে গোল করেন দীপিকা সোরেং (34') ৷ এরপরে ভারত পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয় ম্যাচটিকে ৷ আন্নু (39') তাঁর হ্যাটট্রিক গোলটি দেন ৷ ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি করেন মমতাজ খান (41')। এছাড়াও নীলম (45') পেনাল্টি কর্নার থেকে একটি দুর্দান্ত গোল করেন ৷ শেষ কোয়ার্টারের আগে স্কোর দাঁড়ায় 8-0 । চতুর্থ কোয়ার্টারে দীপিকা সোরেং (50', 54') এবং মুমতাজ খানের (54', 60') আক্রমণের ফলে উভয় পক্ষের কেবল তাঁদের হ্যাটট্রিক সম্পূর্ণ করেনি বরং ভারতকে জয় এনে দেন । 12 গোলের জিতে প্রতিযোগিতার শুভ সূচনা করে ভারত। 1 ডিসেম্বর ভারত টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ খেলবে জার্মানির সঙ্গে ৷
- এবার বাজিমাত হকিতে! এশিয়াডের সোনায় প্যারিসের টিকিট নিশ্চিত হরমনদের
- এশিয়াডের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 13 গোল দিল ভারতের মহিলা হকি দল
- জোড়া হ্যাটট্রিকে ভর করে বাংলাদেশকে 12 গোল, পুল শীর্ষে থেকে সেমিতে পুরুষ হকি দল