পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কানাডাকে 12 গোল, বিরাট জয়ে জুনিয়র হকি বিশ্বকাপ শুরু ভারতের মেয়েদের - হকি বিশ্বকাপ

FIH Junior Women's Hockey World Cup: কানাডাকে হারিয়ে জুনিয়র মহিলা হকি বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের দখলে ৷ আন্নু, মমতাজ, দীপিকার হ্যাটট্রিক 12-0 গোলে জিততে সাহায্য করল দলকে ৷ পরের ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে জার্মানির ৷

Hockey World Cup
জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 2:56 PM IST

সান্তিয়াগো (চিলি), 30 নভেম্বর: জয় দিয়ে 2023 জুনিয়র মহিলা হকি বিশ্বকাপ যাত্রার সূচনা করল ভারত ৷ বুধবার চিলির সান্তিয়াগোতে ছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ৷ সেই ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল কানাডার ৷ এদিন কানাডার বিরুদ্ধে 12-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল ৷

এদিন ভারতের হয়ে হ্যাটট্রিক করেন আন্নু (4', 6', 39'), মুমতাজ খান (26', 41', 54', 60') এবং দীপিকা সোরেং (34', 50', 54') ৷ এছাড়া উইমেন ইন ব্লু'র হয়ে এদিন গোল করেন দীপি মণিকা টপ্পো (21'), এবং নীলম (45')। ভারত আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে ম্যাচটি ৷ ক্রমাগত তারা চাপ সৃষ্টি করতে থাকে কানাডার উপর ৷ পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন আন্নু (4', 6')। তবে দুই গোলের লিড নেওয়া সত্ত্বেও কানাডার উপর চাপ বজায় রাখে ভারত ৷ তাদের আক্রমণাত্মক আপ্রোচের জেরেই কানাডা কোনও গোল করতে পারেনি ৷ ম্যাচের প্রথম কোয়ার্টার 2-0 গোলে এগিয়ে থেকে শেষ করে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারেও ভারত একইভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ৷ চাপে রাখে কানাডাকে। ফিল্ড গোল থেকে দীপি মনিকা টপ্পো (21') এবং মুমতাজ খান (26') দলের ব্যবধান বাড়ান ৷ এর মধ্যে কানাডা একটি পেনাল্টি কর্নার পেলেও তার সদ্ব্যবহার করতে পারেনি তারা । প্রথমার্ধ শেষে 4-0 ব্যবধানে এগিয়ে ছিল ভারত।

এগিয়ে থেকেও তৃতীয় কোয়ার্টারের খেলাকে কোনওভাবেই হালকাভাবে নেয়নি মহিলা হকি দল ৷ যার জেরে সুযোগ আসে ভারতের কাছে ৷ পেনাল্টি কর্ণার থেকে গোল করেন দীপিকা সোরেং (34') ৷ এরপরে ভারত পুরোপুরি নিজের দখলে নিয়ে নেয় ম্যাচটিকে ৷ আন্নু (39') তাঁর হ্যাটট্রিক গোলটি দেন ৷ ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি করেন মমতাজ খান (41')। এছাড়াও নীলম (45') পেনাল্টি কর্নার থেকে একটি দুর্দান্ত গোল করেন ৷ শেষ কোয়ার্টারের আগে স্কোর দাঁড়ায় 8-0 । চতুর্থ কোয়ার্টারে দীপিকা সোরেং (50', 54') এবং মুমতাজ খানের (54', 60') আক্রমণের ফলে উভয় পক্ষের কেবল তাঁদের হ্যাটট্রিক সম্পূর্ণ করেনি বরং ভারতকে জয় এনে দেন । 12 গোলের জিতে প্রতিযোগিতার শুভ সূচনা করে ভারত। 1 ডিসেম্বর ভারত টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ খেলবে জার্মানির সঙ্গে ৷

  1. এবার বাজিমাত হকিতে! এশিয়াডের সোনায় প্যারিসের টিকিট নিশ্চিত হরমনদের
  2. এশিয়াডের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে 13 গোল দিল ভারতের মহিলা হকি দল
  3. জোড়া হ্যাটট্রিকে ভর করে বাংলাদেশকে 12 গোল, পুল শীর্ষে থেকে সেমিতে পুরুষ হকি দল

ABOUT THE AUTHOR

...view details