পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC Asian Qualifier : সুনীল-সামাদের জোড়া ফলায় 'কাবুল জয়' ভারতের - India beat Afghanistan by 2 1 in afc asian qualifier

কম্বোডিয়ার পর শনিবাসরীয় যুবভারতীতে আফগানিস্তানকেও হারাল ভারত ৷ অধিনায়ক সুনীল ছেত্রী এবং সংযুক্তি সময় আব্দুল সাহাল সামাদের গোলে 2-1 গোলে জয়ী ভারত। আফগানিস্তানের হয়ে গোল জুবের আমিরির (India beat Afghanistan by 2-1 in AFC Asian qualifier) ৷

AFC Asian Qualifier
সুনীল-সামাদের জোড়া ফলায় 'কাবুল জয়' ভারতের

By

Published : Jun 11, 2022, 10:59 PM IST

কলকাতা, 11 জুন :বেলাশেষে রংবদল ৷ শেষ দশ মিনিটে জোড়া ফলায় আফগান-বধ ব্লু টাইগারদের ৷ কম্বোডিয়ার পর শনিবাসরীয় যুবভারতীতে আফগানিস্তানকেও হারাল ভারত ৷ অধিনায়ক সুনীল ছেত্রী এবং সংযুক্তি সময় আব্দুল সাহাল সামাদের গোলে 2-1 গোলে জয়ী ভারত। আফগানিস্তানের হয়ে গোল জুবের আমিরির (India beat Afghanistan by 2-1 in AFC Asian qualifier) ৷

সুনীলকে যে কোনও মুল্যে আটকে দিলেই ভারতীয় দলের জারিজুরি শেষ। আফগানিস্তান কোচের এই টোটকাতেই আটকে গিয়েছিলেন লিস্টন কোলাসো, মনবীর সিংরা। কম্বোডিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীর জোড়া গোলেই জয় পেয়েছিল ভারত। তবে জয় আসলেও সুনীল নির্ভরতার মধ্যে যে সিঁদুরে মেঘ ছিল, তা কোচ ইগর স্টিম্যাচ বুঝতে পেরেছিলেন। অন্যদিকে প্রথম থেকেই ভারত অধিনায়ককে জোনাল মার্কিংয়ে রেখে ভারতকে থামানোর নীতি আওড়েছিল কাবুলিওয়ালার দেশ ৷ সেটা যে সফল হতে হতেও হল না, তার জন্য আরও একবার কৃতিত্ব সুনীল ছেত্রী এবং অবশ্যই সামাদের ৷ গোলশূন্য ড্র'য়ে শেষ হতে চলা ভারত-আফগানিস্তান দ্বৈরথ ভোল বদলাল বেলাশেষে।

আরও পড়ুন : সুনীলের জোড়া গোলে কম্বোডিয়াকে হেলায় হারাল ভারত

86 মিনিটে অসাধারন ফ্রি-কিকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী। যদিও হাজার চল্লিশের যুবভারতীর সেই শব্দব্রহ্ম থামিয়ে 86 মিনিটে আফগানিস্তানকে সমতায় ফেরান জুবের আমিরি। নিশ্চিত জয় থেকে ড্র'য়ের শঙ্কায় হৃদস্পন্দন থেমে যাওয়ার দশা, তখন ফের টুইস্ট ৷ 91 মিনিটে জয়সূচক গোল এল সুনীল ছেত্রীর পরিবর্তে নামা আব্দুল সামাদের কৃতিত্বে ৷ অন্যদিকে দিনের প্রথম ম্যাচে হংকং 3-0 গোলে কম্বোডিয়াকে পরাজিত করায় এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার ব্যাপারে 14 জুন ভারত-হংকং ম্যাচ কার্যত ফাইনাল হয়ে দাঁড়াল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details