পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo: ইউরোপে আমার কাজ শেষ, আল-নাসেরে সই করে জানালেন সিআর সেভেন - ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসের ক্লাবে মঙ্গলবার সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ আর তার পরেই পর্তুগিজ মহাতারকা জানালেন, ইউরোপে তাঁর কাজ শেষ হয়ে গিয়েছে (In Europe His Work Done Says Cristiano Ronaldo After Sign Al Nassr) ৷ এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ ৷

Cristiano Ronaldo Signs Al Nassr ETV BHARAT
Cristiano Ronaldo Signs Al Nassr

By

Published : Jan 4, 2023, 6:14 PM IST

রিয়াদ (সৌদি আরব), 4 জানুয়ারি: সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার কথা ঘোষণার দিনে বলেছিলেন, ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরাটা তিনি দিয়ে ফেলেছেন ৷ এবার অপেক্ষাকৃত ছোট ক্লাবগুলির সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান ৷ সৌদির আল নাসের ক্লাবে অফিসিয়ালি যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবার জানালেন, ইউরোপিয়ান ক্লাবে তাঁর কাজ শেষ ৷ সেখান যা কিছু জেতার ছিল, সব তিনি পেয়েছেন (In Europe His Work Done Says Cristiano Ronaldo After Sign Al Nassr) ৷ তাঁকে সই করানোর জন্য ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এমনকি তাঁর দেশ পর্তুগালের অনেক ক্লাবও চেষ্টা করেছিল বলে জানান রোনাল্ডো ৷

রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল-নাসেরের সঙ্গে দু'বছরের চুক্তি সই করেছেন ৷ আর চুক্তির অংক যা, তাতে তিনিই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এই মুহূর্তে ৷ সোমবার নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে মধ্যপ্রাচ্যের দেশে সপরিবার পৌঁছে যান রোনাল্ডো ৷ আর মঙ্গলবার ক্লাবকর্তাদের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেন তিনি ৷ তাঁর আগে সোমবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সিআর সেভেন-এর ৷ ক্লাবে সই করার পর, দলের জার্সি গায়ে স্টেডিয়ামেও নামেন রোনাল্ডো ৷ সেখানে সাক্ষাৎকারে সিআর সেভেন স্বীকার করে নিয়েছেন, আল-নাসের ক্লাবকে তিনি কথা দিয়েছিলেন ৷ তাই বাকি অনেক ক্লাব তাঁকে প্রস্তাব দিলেও, তিনি তা ফিরিয়ে দিয়েছেন ৷

আরও পড়ুন:রেকর্ড অর্থে সৌদির আল-নাসার ক্লাবে সই করলেন রোনাল্ডো

এদিন রিয়াদের আল-নাসের ক্লাবের মরসুল পার্ক স্টেডিয়ামে রোনাল্ডোকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রায় 25 হাজার সমর্থক ৷ যেখানে লাইট শো এবং আতসবাজির প্রদর্শনীর মধ্যে দিয়ে সিআর সেভেনকে স্বাগত জানানো হয় ৷ সাংবাদিক বৈঠকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, ‘‘জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে ৷ ইউরোপে আমার কাজ শেষ ৷ আমি সেখানে সবকিছু জিতেছি ৷ এবার নতুন চ্যালেঞ্জ ৷ আমি আল নাসেরের কাছে কৃতজ্ঞ এই সুযোগ আমাকে দেওয়া জন্য ৷ শুধুমাত্র ফুটবল নয় ৷ নতুন প্রতিভাদের জন্যও ৷’’

ABOUT THE AUTHOR

...view details