রিয়াদ (সৌদি আরব), 4 জানুয়ারি: সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার কথা ঘোষণার দিনে বলেছিলেন, ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরাটা তিনি দিয়ে ফেলেছেন ৷ এবার অপেক্ষাকৃত ছোট ক্লাবগুলির সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান ৷ সৌদির আল নাসের ক্লাবে অফিসিয়ালি যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এবার জানালেন, ইউরোপিয়ান ক্লাবে তাঁর কাজ শেষ ৷ সেখান যা কিছু জেতার ছিল, সব তিনি পেয়েছেন (In Europe His Work Done Says Cristiano Ronaldo After Sign Al Nassr) ৷ তাঁকে সই করানোর জন্য ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এমনকি তাঁর দেশ পর্তুগালের অনেক ক্লাবও চেষ্টা করেছিল বলে জানান রোনাল্ডো ৷
রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল-নাসেরের সঙ্গে দু'বছরের চুক্তি সই করেছেন ৷ আর চুক্তির অংক যা, তাতে তিনিই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এই মুহূর্তে ৷ সোমবার নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে মধ্যপ্রাচ্যের দেশে সপরিবার পৌঁছে যান রোনাল্ডো ৷ আর মঙ্গলবার ক্লাবকর্তাদের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেন তিনি ৷ তাঁর আগে সোমবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সিআর সেভেন-এর ৷ ক্লাবে সই করার পর, দলের জার্সি গায়ে স্টেডিয়ামেও নামেন রোনাল্ডো ৷ সেখানে সাক্ষাৎকারে সিআর সেভেন স্বীকার করে নিয়েছেন, আল-নাসের ক্লাবকে তিনি কথা দিয়েছিলেন ৷ তাই বাকি অনেক ক্লাব তাঁকে প্রস্তাব দিলেও, তিনি তা ফিরিয়ে দিয়েছেন ৷