পশ্চিমবঙ্গ

west bengal

এশিয়ান কাপে ফলাফলের আশা করা যাবে না, জানালেন দল গঠনে ক্ষুব্ধ স্টিম্যাচ

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:45 PM IST

Igor Stimac Upsets for Not Getting Proper Team for Asian Cup: দোহায় আয়োজিত এশিয়ান কাপের জন্য ভারতীয় ফুটবল দলে যাঁদের চেয়েছিলেন কোচ ইগর স্টিম্যাচ, তাঁদের তিনি পাননি ৷ তাই কাতারের বিরুদ্ধে 0-3 গোলে বিশ্বকাপ কোয়ালিফায়ার হারের পর এমনটাই জানিয়ে গেলেন স্টিম্যাচ ৷

Image Courtesy: X
Image Courtesy: X

ভুবনেশ্বর, 22 নভেম্বর: এশিয়ান কাপকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন না ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ জানিয়ে দিলেন, দোহায় আয়োজিত এই টুর্নামেন্টে যাওয়ার আগে জাতীয় দলের ফুটবলাররা সঠিক প্রস্তুতির সময় পাননি ৷ এত বড় মহাদেশীয় টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ 'সাজিয়ে রাখা একটি বস্তুর মতো' বলে মন্তব্য করেন তিনি ৷ ইগরের এই মন্তব্য ভারতীয় ফুটবল ফেডারেশনে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আগামী 12 জানুয়ারি থেকে এশিয়া মহাদেশের তাবড় দলগুলিকে নিয়ে এশিয়ান কাপ শুরু হচ্ছে ৷ যার আগে চার সপ্তাহ দলের ফুটবলারদের নিয়ে সঠিক প্রস্তুতি চেয়েছিলেন ইগর স্টিম্যাচ ৷ কিন্তু, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বের খেলা আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ৷ যেখানে আইএসএল ক্লাবগুলি তাঁদের ফুটবলারদের দীর্ঘ সময়ের ট্রেনিং ক্যাম্পের জন্য ছাড়তে প্রস্তুত নয় ৷ উল্লেখ্য, এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচে 13 জানুয়ারি ৷ সুনীল ছেত্রীদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ এশিয়ান দেশগুলির মধ্যে অন্যতম শক্তিশালী দল অজিদের ৷

যার আগে জাতীয় দলের ফুটবলারদের একসঙ্গে নিয়ে স্টিম্যাচ 10 দিনের বেশি অনুশীলনের সুযোগ পাবেন না ৷ উল্লেখ্য, ভারতের গ্রুপে বাকি দু’টি দল হল উজবেকিস্তান এবং সিরিয়া ৷ কার্যত 'গ্রুপ অফ ডেথ' বলা চলে ভারতের গ্রুপকে ৷ স্টিম্যাচ বলেন, ‘‘আমরা যেটা চেয়েছি, সেটা পাইনি ৷ আমার কাছে খুব স্পষ্ট, আপনি আমাকে সময় দেবেন এবং তাহলেই হয়তো আমি আপনাকে ফলাফল এনে দিতে পারব ৷ সময় না দিয়ে, ফলাফল বা সেই ধরনের কিছু আশা করবেন না ৷ একেবারে ভুলে যান ৷’’

ফুটবল বিশেষজ্ঞদের অধিকাংশের মতেই, এই 'আপনি বা আপনারা', আসলেই ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্দেশ্যে ৷ ইগর স্টিম্যাচ বলেন, ‘‘আমি সেখানে (দোহা) গর্বের সঙ্গে আমার প্লেয়ারদের নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে যাব ৷ আমাদের সবকিছু করতে হবে ৷ কিন্তু, সেখানে আমাদের জন্য কোনও সময় দেওয়া হচ্ছে না ৷ 12-13 দিনে কোনও প্রস্তুতি সম্ভব নয় ৷’’

আরও পড়ুন:

  1. কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের
  2. উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা

ABOUT THE AUTHOR

...view details