পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French Open 2022 : রোলাঁ গারোর রানি স্বিয়াতেক, ট্রফি জিতে পোলিশ তারকার মুখে ইউক্রেন স্তুতি - Iga Swiatek Dominates Coco Gauff to Win Second French Open Title

গফকে মাটি ধরাতে মাত্র এক ঘণ্টা সময় নিলেন পোল্যান্ডের টেনিস রানি ৷ এক তরফা লড়াইয়ে 6-1, 6-3 গেমে দ্বিতীয় বারের জন্য ফরাসি ওপেন ঘরে তুললেন স্বিয়াতেক (Iga Swiatek wins Second French Open Title) ।

French Open
পোলিশ তারকার মুখে শুধুই ইউক্রেন-নাম

By

Published : Jun 4, 2022, 11:09 PM IST

প্যারিস, 4 জুন : কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও নজির ছোঁয়া হল না কোকো গাফের ৷ খেতাবি লড়াইয়ে শেষ হাসি হাসলেন মহিলাদের 1 নম্বর ইগা স্বিয়াতেক ৷ 2020 সালের পর ফের লাল কোর্টের রানির মুকুট মাথায় পড়লেন পোল্যান্ডের বছর 21-এর টেনিস তারকা (Iga Swiatek wins Second French Open Title) ৷

একটিও সেট না হেরে ফাইনালে উঠেছিলেন গাফ ৷ অন্যদিকে, স্বিয়াতেক খুইয়েছিলেন মাত্র একটি সেট ৷ ফলে টেনিসবোদ্ধারা ভেবেছিলেন ফাইনালে টান টান লড়াই হবে ৷ কোথায় কী ? গফকে মাটি ধরাতে মাত্র এক ঘণ্টা সময় নিলেন পোল্যান্ডের টেনিস রানি ৷ সেমিফাইনালে যতটা সহজে দারিনা কাসাতকিনাকে হারিয়েছিলেন, ফাইনালে সেই ছবিই ফেরালেন স্বিয়াতেক ।

এদিন স্বিয়াতেকের হয়ে গলা ফাটাতে ফিলিপে শাতিয়ের কোর্টে ছিলেন আরেক পোলিশ কিংবদন্তি রবার্ট লেওয়ানডস্কি ৷ তাঁর সামনেই এক তরফা লড়াইয়ে 6-1, 6-3 গেমে দ্বিতীয় বারের জন্য ফরাসি ওপেন ঘরে তুললেন স্বিয়াতেক ।

আরও পড়ুন : গোড়ালি মচকে লড়াই থামল জেরেভের, রোলাঁ গারোয় চতুর্দশ খেতাব থেকে এককদম দূরে রাফা

পোলিশ তারকা এদিন শুধু ম্যাচই নয়, টেনিসপ্রেমীদের মনও জিতে নিয়েছেন ৷ লাল সুরকিতে যখন নামলেন, স্বিয়াতেকের টুপিতে জ্বলজ্বল করছে ইউক্রেনের পতাকা ৷ ম্যাচ জিতে বলেন, “আমি ইউক্রেন সম্পর্কে কিছু বলতে চাই । যুদ্ধ এখনও চলছে, তোমরা শক্ত হও। আশা করি, শীঘ্রই যুদ্ধ শেষ হবে ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details